Free Electricity: প্রতি মাসে ১২৫ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার, জেনে নিন কীভাবে পাবেন

Published : May 13, 2025, 09:57 AM IST

Free Electricity: মোদী সরকার দেশবাসীকে আরও এক চমক দিতে চলেছে, এবার ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করছে। আর্থিকভাবে দুর্বল, দারিদ্র্যসীমার নীচে এবং যারা মাসে ১৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তারা এই সুবিধা পেতে পারেন।

PREV
111

মোদী সরকার (Modi Government) ক্ষমতায় আসার পর থেকে প্রতি মুহূর্তে দেশবাসীর জন্য নানান সুবিধা নিয়ে এসেছে। করছে আর্থিক সাহায্য।

211

দিয়ে থাকছে নানান ভাতা, তেমনই অনেক খাতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে।

411

বিদ্যুতের দাম বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয় সম্পর্কে চলছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বিরাট চমক দিচ্ছে সরকার। এবার থেকে বিনামূল্যে দেবে মোদী সরকার। তাও দেবে ১২৫ ইউনিট ফ্রি।

511

অর্থনৈতিকভাবে দুর্বল যারা, তারা পাবেন এই সুবিধা। তেমনই দারিদ্র্যসীমার (BPL) নীচে যারা কারা পাবেন এই সুবিধা। সঙ্গে প্রতি মাসে ১৫০ ইউনিটের (Units) কম বিদ্যুৎ যারা ব্যবহার করেন তারা পাবেন সুবিধা।

611

প্রতিবন্ধী ব্যক্তি, মুক্তিযোদ্ধা, প্রাক্তন সেনাদের বিধবা স্ত্রীরা এই সুবিধা পেতে পারেন।

711

এই সুবিধা পেতে প্রথমে রাজ্য বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে লগ ইন (Login) করুন। সেখানে পাবেন Subsidy application form।

811

এই ফর্ম ফিলআপ করার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনার সকল নথি পরীক্ষা করবে সরকারি আধিকারিকরা।

911

তারপর মিলবে সুবিধা। মাসে ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার। শীঘ্রই মিলবে এই সুবিধা।

1011

দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিম বঙ্গ, কর্নাটক, পঞ্জাবের বাসিন্দা এই সুবিধা পেতে পারেন।

1111

সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। তার বেশি বিল উঠলে তা নিজেকে দিতে হবে।

click me!

Recommended Stories