Narendra Modi Speech Today: দেশের জাতির প্রতি গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (pm address to nation)।

Narendra Modi Speech Today: প্রধানমন্ত্রী পরিষ্কার এদিন জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদীরা (terrorists) যে ভাষা বোঝে, সেই ভাষাতেই যোগ্য জবাব দেওয়া হয়েছে (modi address to nation)। 

নরেন্দ্র মোদীর কথায়, “পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সব একই সুতোয় বাধা রয়েছে। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টারকেই ভেঙে দেওয়া হয়েছে। তাই পাকিস্তান হতাশ! ওরা নিরাশায় রয়েছে। আর ঠিক এই অবস্থায় ওরা আরও একটা ভুল করে ফেলেছে। সেটা হল, ভারতকে সঙ্গ দেওয়ার বদলে, উল্টে ভারতের উপরেই হামলা করল তারা! যে পাকিস্তান আমাদের দেশের মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেই দেশের সন্ত্রাসবাদী বিশ্ববিদ্যালয়গুলিকে উপড়ে ফেলেছি। ঠিক সেই ভাষাতেই প্রতিশোধ নেওয়া হয়েছে, যে ভাষা তারা বোঝে।"

Scroll to load tweet…

সেইসঙ্গে, ধারে ও ভারে ভারতীয় সশস্ত্র বাহিনীর তুলনায় যে পাকিস্তানি সেনা কিছুই নয়, সোমবার রীতিমতো সেই কথা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।পাশাপাশি মোদী এটিও পরিষ্কার করে দেন যে, সন্ত্রাসবাদকে উৎসাহিত করে চলা পাকিস্তানের প্রতিটি জমির ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব দেশের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যেই রয়েছে (pm modi address to the nation)।

অন্যদিকে প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ও নিশ্চিত করে দেন যে (pm modi live today), দেশের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আকাশ থেকে জল এবং মাটি, সর্বত্র দেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। তিনি জানিয়েছেন, “একটা ‘নিউ নর্মাল’ তৈরি করেছে দেশের সেনা। ভবিষ্যতে প্রয়োজন আবারও জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। প্রত্যেক যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি, অপারেশন সিঁদুরেও সেই একইভাবে শ্রেষ্ঠ হয়েছি আমরা। আর কোনওভাবেই সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করা হবে না। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তাহলে ওদের সন্ত্রাসের পরিকাঠামোকে পুরোপুরিভাবে নির্মূল করতে হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।