LPG cylinder:এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমস্যা সমাধান না হলে আর ডিস্ট্রিবিউটররা বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আসবেন না। 

LPG cylinder: রান্নার গ্যাসের দাম বেড়েছে এপ্রিল মাসেই। সিলিন্ডার পিছু দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় একদিকে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। এবার আগামী দিন থেকে নতুন সমস্যার সামনে পড়তে হচ্ছে তাদের। কারণ এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমস্যা সমাধান না হলে আর ডিস্ট্রিবিউটররা বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আসবেন না। তাতে রীতিমত সমস্যায় পড়তে হবে গ্রাহককে।

সূত্রের খবর, এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নে তরফ থেকে কমিশন বাড়ানোর দাবি করা হয়েছে। কমিশন না বাড়ালে তারা ধর্মঘটের পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। তিন সময়সীমাও বেঁধে দিয়েছে। বলা হয়েছে কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে তাদের। সেগুলি মানা না হলে তারা অবিলম্বে ধর্মঘটের পথে যাবে। অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস শর্মা বলেছেন, শনিবার ভোপাল অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউটাররা যদি ধর্মঘটে যায় তাহলে বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে না।

অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস শর্মা আরও জানিয়েছেন, বিভিন্ন রাজ্য থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন তারা। সেই প্রস্তাব অনুমোদনও করা হয়েছে। এই নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকে একটি চিঠি লেখা হয়েছে। এলপিজি সরবরাহকারীদের বর্তমানে কমিশন খুবই কম। মূল্যবৃদ্ধির যুগে তাদের আয় আর ব্যায়ের কোনও সঙ্গতি নেই। তাই কমিশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

ইউনিয়নের পক্ষ থেকে সরকার যে চিঠি লিখেছে তাতে বলা হয়েছে এলপিজি সিলিন্ডার পিছু কমপক্ষে ১৫০ টাকা কমিশন দিতে হবে। চিঠিতে বলা হয়েছে এলপিজি সরবরাহ চাহিদার ওপর ভিত্তি করে হবে। কিন্তু তেলকোম্পানিগুলি আইন বিরোধী কাজ করছে। এটা বন্ধ করতে হবে। যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি করা না হয় , বাকি সমস্যাগুলি সমাধান করা না হয় তাহলে ডিস্ট্রিবিউটররা লাগাতার ধর্মঘটের পথেই হাঁটবে।