India Unemployment Rate: দেশে বাড়ছে বেকারের সংখ্যা, মাসিক পরিসংখ্যান রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রের!

Published : Apr 22, 2025, 01:07 PM IST

Unemployed India News: নেতামন্ত্রীদের মুখে সারাদিন কর্মসংস্থানের বুলি ফুটলেও আখেরে দেশের সার্বিক চিত্রটা মোটেও অতটা ভালো নয়। ভারতে ক্রমশ বাড়ছে বেকারত্বের সংখ্যা। ২০২৫ সালে দাঁড়িয়ে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে তাতে  চিন্তা বাড়ছে সরকারের।        

PREV
17
দেশে বাড়ছে বেকারের সংখ্যা!

নেতামন্ত্রীদের মুখে সারাদিন কর্মসংস্থানের বুলি ফুটলেও আখেরে দেশের সার্বিক চিত্রটা মোটেও অতটা ভালো নয়। ভারতে ক্রমশ বাড়ছে বেকারত্বের সংখ্যা।

27
দেশে মোট বেকারত্বের সংখ্যা কত?

২০২৫ সালে দাঁড়িয়ে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে তাতে রীতিমত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের। সারাদেশে মোট বেকারত্বের সংখ্যা কত? এবার মাসে মাসে সেই পরিসংখ্যান তুলে ধরবে কেন্দ্রীয় সরকার। 

37
বেকারত্বের মাসিক পরিসংখ্যান কত?

জানা গিয়েছে, এবার থেকে তিনমাস অন্তর অন্তর নয়, প্রতিমাসেই দেশের বেকারত্বের হ্রাস-বৃদ্ধির রিপোর্ট দেবে কেন্দ্রীয় সরকার।

47
তিনমাস অন্তর নয়, মাসে-মাসে রিপোর্ট

এই বিষয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বিষয়ক মন্ত্রকের এক আধিকারিক বলেন,''বছরে প্রথম তিনমাসের পরিসংখ্যান আমরা আগামী ১৫ মে প্রকাশ করব। এই প্রথমবার এটা করছি আমরা।''

57
বেকারত্বের সংখ্যা পরিমাপের হাই ফ্রিকোয়েন্সি প্রযুক্তির অভাব

অন্য বৃহত্তর অর্থনীতির দেশগুলির মতোন ভারতে বেকারত্বের সংখ্যা পরিমাপের হাই ফ্রিকোয়েন্সি প্রযুক্তি নেই। এখনও পর্যন্ত সরকার ত্রৈমাসিক স্তরে গ্রামীণ বেকারত্বের পরিসংখ্যান দিত। সেই গ্রামীণ এবং শহুরে পরিসংখ্যান বছরে একবারই প্রকাশ হত।

67
ব্যক্তিগত মূলধনী ব্যয়ের পরিসংখ্যানও প্রকাশ করবে সরকার

ওই আধিকারিক আরও জানিয়েছেন, সমস্ত নথি খতিয়ে দেখেই তবেই প্রকাশিত হত ওই পরিসংখ্যান। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এপ্রিল মাসের শেষে ব্যক্তিগত মূলধনী ব্যয়ের পরিসংখ্যানও প্রকাশ করা হবে। পরের বছর থেকে পরিষেবা ক্ষেত্রে সমীক্ষার ফলও প্রকাশ করবে সরকার।

77
অসংগঠিত ক্ষেত্রে সমীক্ষার পরিসংখ্যান

অসংগঠিত ক্ষেত্রে সমীক্ষার পরিসংখ্যানও সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, গ্রামীণ এলাকার কর্মসংস্থানের পরিসংখ্যান ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রসঙ্গত, দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

click me!

Recommended Stories