কাজের চাপের কারণে মাঝে মধ্যেই আত্মহত্যার খবর শোনা যাচ্ছে। কাজের পরিমাণ বাড়ার ফলে বেসরকারি সংস্থার কর্মীরা ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে দেশে নতুন নিয়ম আসতে পারে। যে নিয়ম শুনলে খুশির ঝড় উঠবে চারিদিকে। কমে যেতে পারে অফিসে কাজের দিনের সংখ্যা।
28
এখন অধিকাংশ অফিসে সপ্তাহে দুই দিন ছুটি থাকে এবং পাঁচ দিন কাজ করা হয়। এই নিয়মে কর্পোরেট সংস্থার কর্মীরা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে এবার কাজের পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। বাড়ছে ছুটির দিনের সংখ্যা।
38
এবার কেন্দ্র পাঁচদিনের পরিবর্তে চারদিন অফিস চালু রাখার নিয়ম করতে চলেছে। এতে সপ্তাহে মোট তিনদিন ছুটি পাওয়া যাবে। দুর্দান্ত খবর দিতে চলেছে কেন্দ্র। কাজের চাপ কমাতেই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত।
তবে শুধু কাজের পদ্ধতিতেই নয়, বেতনের ক্ষেত্রেও পরিবর্তন আসতে চলেছে। পিএফ কন্ট্রিবিউশন বাড়তে চলেছে, যার ফলে হাতে পাওয়া বেতনের পরিমাণ কমে যেতে পারে। কিন্তু কমে যেতে পারে কাজের পরিমাণ। এবার থেকে মোটে চারদিন অফিস গেলেই যথেষ্ট।
58
ব্রিটেনে এই নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে, তবে সেখানে বেতন মোটেও কমছে না। এবার ভারতেও এই নিয়ম চালু হতে চলেছে। কবে থেকে আসছে এই নিয়ম?
68
নতুন শ্রম আইন আসতে চলেছে। এই আইন কার্যকর হলে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে চারদিন অফিস হবে, তবে কাজের ঘণ্টা বেড়ে যাবে। আট ঘণ্টা নয়, আরও বেশি সময় ধরে করতে হবে অফিসের কাজ।
78
কাজের সময় ৯ ঘণ্টা থেকে বেড়ে ১২ ঘণ্টা হবে। কর্মীদের ১২ ঘণ্টা কাজ করালেই সপ্তাহে তিন দিন ছুটি দিতে হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
88
যে সমস্ত কোম্পানিতে এই নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে, সেখানে ইস্তফার হার এবং ছুটি নেওয়ার পরিমাণ কমেছে। কর্মীদের মনোযোগও বেড়েছে। এবার থেকে পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারবেন কর্মীরা।