নিরাপত্তা কড়া করছে। পাশপাশি স্থল-জল-আকাশে দেখা যাচ্ছে রণসজ্জা। নিত্যদিনই মহড়া দিচ্ছে ভারতীয় বাহিনী।
512
পাকিস্তানের শক্তি
অন্যদিকে পাকিস্তানও শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই একধিক দেশের রণতরী এসে ভিড়েছে পাকিস্তানে। যা যুদ্ধের জল্পনা আরও উস্কে দিচ্ছে।
612
৭ মে মক ড্রিল
আগামিকাল, ৭ মে মক ড্রিল রয়েছে। যুদ্ধের জন্য দেশের সাধারণ মানুষকে তৈরি করার মহড়া। যুদ্ধ হতে কী কী করতে হবে আর কী কী করতে হবে না- সেগুলি সম্পর্কে পাঠ দেওয়া হবে। ১৯৭১ সালের পর এই প্রথম মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে ভারতে।
712
গুঞ্জন চার দিন পরে যুদ্ধ শুরু!
এই অবস্থায় গুঞ্জন আর মাত্র চার দিন পরেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু কেন এই গুঞ্জন-
812
চার দিন কেন?
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগে শেষবার মক ড্রিল হয়েছিল নভেম্বরের শেষ সপ্তাহে। তার কয়েক দিন পরেই ৩ ডিসেম্বর যুদ্ধ শুরু হয়।
912
পাকিস্তানের একটি বিবৃতি
যুদ্ধের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে ভারতে নিয়ুক্ত পাকিস্তনের প্রাক্তন হাইকমিশনার। তিনি বলেছেন, ভারত সম্ভবত রাশিয়ার বিজয় দিবসের পর অর্থাৎ ১০-১১ মে পাকিস্তান আক্রমণ করতে পারে।।
1012
সেনা মহড়া
শুধু মক ড্রিলই নয়। সেনা বাহিনীও একাধিক মহড়া দিচ্ছে। ইতিমধ্যেই একাধিক এক্সপ্রেসওয়েনে অবতরণ করেছে যুদ্ধ বিমন।
1112
সীমান্তে কড়া নজরদারি
সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। পাকিস্তানের গুলির জবাব ভারতও দিচ্ছে।
1212
মুখের ওপর জবাব
পাকিস্তানের মুখের ওপর জবাব দিতেই চেনাব নদীর বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ভারত জানিয়েছেন জলাধার পরিষ্কার করার জন্যই বন্ধ করা হয়েছে গেট।