India-Pakistan Water Dispute: পহলেগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারত স্থগিত করেছে সিন্ধু জলচুক্তি। সোমবার থেকে বন্ধ চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের গেট। ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের ঠিক কতটা ক্ষতি হবে।
ভারতের এই কঠোর পদক্ষেপে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তানে। কারণ চেনাব নদীর জল পাকিস্তনের জন্য রীতিমত গুরুত্বপূর্ণ।
512
জলের ঘাটতি
চেনাব নদীর জল বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানে খারিফ শস্য চাষের মরশুমে ২১ শতাংশ জলের ঘাটতি দেখা দিতে পারে
612
পূর্বাভাস
যদিও এপ্রিল মাসে সিন্ধু জল ব্যবস্থায় ৪৩% জলের ঘাটতি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু ভারত জল বন্ধ করে দেওয়ায় নূন্যতম জলও পাবে না চাষের জমিতে।
712
চেনাব গুরুত্বপূর্ণ
পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ সেচযুক্ত কৃষিক্ষেত্র চেনাব নদীর জলের ওপর ভরসা করে থাকে। পাকিস্তানের মধ্যে দিয়ে প্রায় ৭০০ মিটার প্রবাহিত হয়েছে চেনাব নদী আর সেটির সেচ ব্যবস্থা।
812
তুলো চাষে ক্ষতি
পাকিস্তানে চাষাবাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। এখন তুলো চাষের সময়। চেনাব নদীর জল কমে যাওয়ায় সংকটে পড়ছে তুলো চাষীরা। যা ক্ষতিগ্রস্ত করবে পাকিস্তানের টেক্সটাইল শিল্পকে।
912
ক্ষতি অন্যান্য চাষে
ভারতের জল বন্ধ করে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের ধান, ডাল, তৈলবীজ , ভুট্টা, আখ চাষ।
1012
ভারতের বক্তব্য
নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের আধিকারিক জানিয়েছেন, দুটি বাঁধের গেট বন্ধ রাখার সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়নি। ইচ্ছে করে বাঁধের গেট বন্ধ করা হয়নি।
1112
পলি পরিষ্কার
সূত্রের খবর গত সপ্তাহে ডোডা ও কিশতোয়ারের উপরের অংশ প্রবল বৃষ্টি হয়েছিল। সেই কারণে জলাধারে পলি জমে গিয়েছিল। তাই গেটবন্ধ করে পলি পরিষ্কার করা হচ্ছে
1212
বাঁধ পরিষ্কার
এনএইচপিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাঁধগুলো ফ্লাশ এবং বন্ধ করার সিদ্ধান্তের মাধ্যমে সিন্ধু জল চুক্তির কোনও লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন।