মুম্বই হামলার ১১ বছর, নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি

Published : Nov 26, 2019, 11:07 AM ISTUpdated : Nov 26, 2019, 11:22 AM IST
মুম্বই হামলার ১১ বছর, নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি

সংক্ষিপ্ত

মুম্বই হামলার ১১ বছর ২০০৮ সালে এই দিনেই সেই মারণখেলা চলেছিল বহু তরতাজা প্রাণ চলে গিয়েছিল মুম্বইবাসী থেকে শুরু করে সমগ্র দেশের শ্রদ্ধা জ্ঞাপন নিহতদের প্রতি

মুম্বইয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ১১ বছর। ২০০৮ সালে আজকের দিনেই ঘটেছিল সেই ভয়াবহ জঙ্গি হামলা। প্রাণ গিয়েছিল কমপক্ষে ১৬৬ জনের, আহতের সংখ্যা প্রায় ৩০০। মঙ্গলবার সমগ্র দেশ নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান। তাঁর মতে এটা সর্বোচ্চ আত্মত্যাগ। সেই সঙ্গে সবরকমের সন্ত্রাসবাদকে পরাস্ত করার দৃঢ় সঙ্কল্পের কথাও উল্লেখ করেন তিনি। 

উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শ্রদ্ধাজ্ঞাপন করে জানান, দেশ এই আত্মত্যাগের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবে।

রেলমন্ত্রী পীযূশ গোয়েল টুইট করে জানান, সেই সব নির্দোষ নাগরিক এবং রেল কর্মচারীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য যাঁরা মুম্বই হামলায় প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি মুম্বইয়ের মেরিন ড্রাইভে পুলিশ মেমোরিয়াল-এ নিহতদের প্রতি পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান।

 

প্রসঙ্গত, ১১ বছর আগে লস্কর-ই-তইবা জঙ্গিরা মারণখেলায় মেতেছিল এই মুম্বইয়ে। ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন থেকে শুরু করে, নারিম্যান হাউস, তাজমহল হোটেল এবং টাওয়ার, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল সহ একগুচ্ছ স্থানে চলেছিল এই সন্ত্রাসবাদী হামলা। 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: মেসি উন্মাদনায় ভুগছেন ফুটবলপ্রেমিরা, বিশ্বকাপজয়ী তারকার জন্য বিশেষ মিষ্টি উপহার ফেলু মোদকের
ভারতের উপর ট্রাম্পের ৫০% শুল্ক প্রত্যাহার? মার্কিন কংগ্রেসে প্রস্তাব পেশ তিন সদস্যের