মহারাষ্ট্রের আঁচ সংসদেও, প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের

  • সংসদে মহারাষ্ট্র জটিলতার আঁচ
  • সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কট বিরোধীদের
  • সংসদে বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
  • বক্তব্য বয়কট করার পরিকল্পনা বিরোধী দলগুলির

debamoy ghosh | Published : Nov 26, 2019 4:19 AM IST / Updated: Nov 26 2019, 09:56 AM IST


মহারাষ্ট্র আঁচে উত্তপ্ত শীতকালীন অধিবেশন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভের জেরে জৌলুস হারাতে বসেছে সংবিধান দিবসের অনুষ্ঠানও। সোমবারের পরে মঙ্গলবারও বিরোধী বিক্ষোভে ভেস্তে যেতে পারে শীতকালীন অধিবেশনের আরও একটি দিন। 

মঙ্গলবারই সংসদে সংবিধান দিবস উদযাপন করার কথা। এই উপলক্ষে অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির বক্তব্য রাখার কথা সংসদে। কিন্তু মহারাষ্ট্রে অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টার প্রতিবাদে সেই অনুষ্ঠানও বয়কট করতে পারে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন সংসদে বক্তব্য রাখবেন, ঠিক সেই সময়ই সংসদ ভবনের বাইরে বাবাসাহেব অম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাতে পারেন বিরোধী দলের সাংসদরা। 

আরও পড়ুন- মহারাষ্ট্র নিয়ে আজ সুপ্রিম রায়, সংখ্যা গরিষ্ঠতার দাবি দুই পক্ষেরই

আরও পড়ুন- ১৬২-র বজ্রনির্ঘোষ, রাজ্যপালকে ছাড়াই গ্র্যান্ড হায়াতে হোটেলে হল শপথগ্রহণ

এ দিন সকালেই মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা। রায়দানের আগে পর্যন্ত কংগ্রেস- সহ বেশ কয়েকটি বিরোধী দল একজোট হয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। একদিকে সুপ্রিম কোর্টের রায়, অন্যদিকে সংসদে বিরোধীদের বিক্ষোভ। মহারাষ্ট্র নিয়েই এখন সরগরম দিল্লির রাজনীতি। 

Share this article
click me!