ফের দাম কমল জ্বালানী তেলের, কলকাতায় কত হল পেট্রল ও ডিজেলের দাম

  • ফের দাম কমল জ্বালানী তেলের
  • পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৫ পয়সা ও ৬ পয়সা কমল
  • গত মাসে লাফিয়ে লাফিয়ে অনেকটা বেড়েছিল জ্বালানী তেলের দাম
  • এই মাসে পর পর বেশ কয়েকবার দাম কমল জ্বালানী তেলের

 

ফের একবার দাম কমল জ্বালানী তেলের। পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৫ পয়সা ও ৬ পয়সা করে কমেছে। গত মাসে সৌদির আরামকোয় ড্রোন হানার পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা লাফিয়ে লাফিয়ে অনেকটা বেড়েছিল জ্বালানী তেলের দাম। বর্তমানে আরামকোয় উৎপাদন প্রায় স্বাভাবিক হয়ে যাওয়ার পর এই মাসে বেশ কয়েকবার দাম কমল জ্বালানী তেলের।

সব মিলিয়ে চলতি মাসের ২ তারিখ থেকে পেট্রোলের দাম কমেছে ১.০১ টাকা ও ডিজেলের দাম কমেছে ০.৬৮ টাকা। গ্রাহকদের স্বস্তি দিয়ে মুম্বই-এ পেট্রলের দাম লিটার প্রতি ৮০ টাকার নিচে নেমেছে। তবে চেন্নাই-এ ডিজেল এখনও লিটার প্রতি ৭০ টাকার উপরেই রয়েছে।

Latest Videos

* সব অঙ্কই টাকায়

তবে দাম কমলেও গত মাসে যতটা বেড়েছিল জ্বালানী তেলের দাম, ততটা এখনও কমেনি। সেপ্টেম্বরের শুরু থেকে শে, পর্যন্ত ডিজেলের দাম বেড়েছিল ১.৬৭ টাকা ও পেট্রলের দাম বেড়েছিল ১.৮৩ টাকা। কাজেই আগের অঙ্কে পৌঁছতে এখনও অনেক পথ যেতে হবে।

 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট