চেন্নাইয়ে নামলেন জিনপিং, সফরের শুরুতেই ধাক্কা, গ্রেফতার ১১ প্রতিবাদী

Published : Oct 11, 2019, 02:47 PM IST
চেন্নাইয়ে নামলেন জিনপিং, সফরের শুরুতেই ধাক্কা, গ্রেফতার ১১ প্রতিবাদী

সংক্ষিপ্ত

শি জিনপিং পৌঁছে গেলেন চেন্নাই বিমান বন্দরে স্বাগত জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল তবে বিমান বন্দর থেকে হোটেল বিক্ষোভ দেখাচ্ছেন তিব্বতিরা তাঁদের গ্রেফতার করা হয়েছে

চেন্নাই এসে পৌঁছলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। কিন্তু সফরের শুরুটা মোটেই মসৃণ হল না। শুরু থেকেই তিব্বতি বিক্ষোভের মুখে পড়তে হল চিনা প্রেসি়ডেন্টকে।

শি-এর বিমান নামার টিক আগে থেকেই চেন্নাই বিমানবন্দরে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শুরু করেন ছয় জন তিব্বতি। তাঁরা আদতে বেঙ্গালুরুর বাসিন্দা। বিক্ষোভ দেখাবেন বলে এদিন সকালেই তাঁরা চেন্নাই এসে পৌঁছান। সকলকেই গ্রেফতার করেছে বিমানবন্দরের পুলিশ।

চেন্নাইয়ে শি জিনপিং উঠছে আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে। এদিন সকালে সেই হোচেলের বাইরেও বেশ কয়েকজন তিব্বতি শি-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদেরও গ্রেফতার করা হয়েছে।

চিনের বিরুদ্ধে তিব্বতি ও উইঘুর মুসলিমদের উপর চরম নির্যাতনের অভিয়োগ রয়েছে। প্রায়শি বিভিন্ন মানবাধিকার কর্মীদের বয়ানে তিব্বতি ও উইঘুর নিপীড়নের ভয়াবহ খবর পাওয়া যায়। তিব্বতিদের জাতিসত্ত্বাকেই হারিয়ে দিতে চাইছে চিন, এমন অভিযোগও রয়েছে। চিন ছেড়ে বহু তিব্বতি নাগরিকই ভারতে আশ্রয় নিয়েছেন।   

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি