G7 Summit 2023: জো বাইডেনের থেকেও এগিয়ে নরেন্দ্র মোদী, জি৭ সম্মেলনে গ্রহণযোগ্যতায় ভারতের জয়জয়কার

Published : May 20, 2023, 08:00 PM ISTUpdated : May 20, 2023, 08:58 PM IST
g7 modi

সংক্ষিপ্ত

২০২৩ সালে জি৭ সম্মেলনে যোগ দিয়েছে মোট ২২টি দেশ। এদের মধ্যে শীর্ষ স্থানে আছে মাত্র ৪টি দেশ, তারই মধ্যে একটি হল ভারত। 

২০২৩ সালে জি৭ শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছে জাপানের হিরোশিমা শহরে। এবারের সম্মেলনে যোগ দিয়েছে সারা বিশ্বের মোট ২২টি দেশ। এই সমস্ত দেশের তরফে আলোচনায় বসেছেন সমস্ত প্রধান নেতারা। রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সহ আরও অনেকে। এই সম্মেলনেই গ্রহণযোগ্যতার বিচারে পৃথিবীর শ্রেষ্ঠত্বের তালিকায় স্থান পেলেন নরেন্দ্র মোদী। 

বিশ্বের তাবড় নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কোর হয়েছে ৭৮ শতাংশ। গ্রহণযোগ্যতার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই সম্মেলনে ২২টি রাষ্ট্রপ্রধানের মধ্যে এবছর মাত্র চার নেতার স্কোর ৫০-এর উপরে। মর্নিং কনসাল্টের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্কোর ৪২ শতাংশ | অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে অনেক অংশে পিছিয়ে রয়েছেন বাইডেন। 

এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছে ৪৯ শতাংশ স্কোরে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়েছেন ৩৯ শতাংশে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ৩৪ শতাংশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ৩৩ শতাংশ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৩১ শতাংশ স্কোর করতে পেরেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মাত্র ২৫ শতাংশ ভোট পেয়ে সমস্ত দেশের চেয়ে পিছনে রয়েছেন।

সুইজারল্যান্ডের অ্যালাইন বারসেট, মেক্সিকোর আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনের রেটিং পঞ্চাশ শতাংশের উপরে রয়েছে। 
 

 

আরও পড়ুন- 
Anubrata Mondal: তিহাড় জেলে ফের মুখোমুখি অনুব্রত ও সুকন্যা মণ্ডল, কী কথা হল বাবা-মেয়ের মধ্যে?
Singer Nobel Arrested: গায়ক নোবেল গ্রেফতার! জালিয়াতির অভিযোগে ঢাকা পুলিশের হাতে ধৃত

৭ বছরের একরত্তি মেয়েকে একের পর এক থাপ্পড়, উত্তরপ্রদেশের স্কুলে শিক্ষিকার চূড়ান্ত অমানবিকতা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo