দণ্ডকারণ্যের দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী নেত্রী, কিষেণজির ভাইয়ের স্ত্রীর আত্মসমর্পণ

বাংলার রাজনীতিতে একসময় অন্যতম আলোচিত নাম ছিলেন মাওবাদী নেতা কিষেণজি। রাজ্যে পালাবদলের পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। যদিও এই সংঘর্ষ ভুয়ো বলে অভিযোগ ওঠে।

বাম আমলে জঙ্গলমহলে সবচেয়ে আলোচিত মাওবাদী নেতা ছিলেন মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজি। বামফ্রন্ট সরকারের পতনের পর ২০১১ সালের ২৪ নভেম্বর ঝাড়গ্রামের বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রাণ হারান এই প্রবল প্রতাপান্বিত মাওবাদী নেতা। তারপর গত এক দশকে তাঁর নাম নিয়ে বিশেষ আলোচনা শোনা যায়নি। রাজ্য তথা দেশের মানুষ কিষেণজি নামটাই ভুলতে বসেছিলেন। তবে বুধবার ফের কিষেণজিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, ইংরাজি নতুন বছরের প্রথম দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উপস্থিতিতে গড়চিরোলিতে যে ১১ জন মাওবাদী নেতা-নেত্রী আত্মসমর্পণ করলেন, তাঁদের অন্যতম কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে বিবেক ওরফে সোনুর স্ত্রী বিমলা চন্দ সিদাম ওরফে তারাক্কা। তিনি পিপলস লিবারেশন গেরিলা আর্মির কমান্ডার তথা দণ্ডকারণ্য জোনাল কমিটির নেত্রী। বিমলার আত্মসমর্পণের পরেই ইতিহাসের প্রায় বিস্মৃত অধ্যায়ের মতো কিষেণজিকে নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

প্রায় চার দশক মাওবাদীদের সঙ্গে যুক্ত বিমলা

Latest Videos

১৯৮৩ সিপিআইএমএল পিপলস লিবারেশন গেরিলা আর্মিতে যোগ দেন বিমলা। তিনি কিছুদিনের মধ্যেই কিষেণজির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিভিন্ন জায়গায় নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বিমলার বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হল, গড়চিরোলিতে এক পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ১৮ জনকে হত্যা করা হয়েছিল। বর্তমানে দণ্ডকারণ্য তথা মহারাষ্ট্র ও ছত্তীশগড় রাজ্যে মাওবাদীদের প্রথমসারির নেত্রী বিমলা আত্মসমর্পণ করায় বড় সাফল্য দেখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শীঘ্রই মাওবাদী-মুক্ত হয়ে যাবে মহারাষ্ট্র।

গড়চিরোলিতে শান্তি ফিরবে?

বুধবার বিমলার সঙ্গে আত্মসমর্পণ করেছেন সিপিআই মাওবাদীর গড়চিরোলি ডিভিশনের নাংশু তুমরেতি ওরফে গিরিধর, তাঁর স্ত্রী সঙ্গীতা উসেন্দি ওরফে ললিতা। ১৭০টি ফৌজদারি মামলায় অভিযুক্ত গিরিধরের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী ১১ জন মাওবাদীর মোট মাথার দাম এক কোটি তিন লক্ষ টাকা। তাঁরা আত্মসমর্পণ করায় এবার শান্তি ফেরানো যাবে বলে আশাবাদী মহারাষ্ট্র সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মাওবাদী-নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টারে বিরাট ক্ষতি, গুলিবিদ্ধ একাধিক শিশু, প্রশ্নের মুখে নিরাপত্তা

নারায়ণপুরে ভয়াবহ মাওবাদী হামলায় শহিদ জওয়ান, এলাকা ঘিরে জোরদার তল্লাশি অভিযান

বস্তারে নিরাপত্তাবাহিনীর অভিযান, গুলির লড়াইয়ে নিহত ২৮ জন মাওবাদী

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর