মঙ্গলবার, সন্ধ্যায় বিশ্বকর্মা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে তা ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
বর্ষবরণের রাতে যেন আবার ফিরে এল একটুকরো ভোপাল। রাজস্থানের রাজধানী জয়পুরে ফিরল চার দশক আগেকার সেই ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি।
মঙ্গলবার, সন্ধ্যায় বিশ্বকর্মা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে তা ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। স্থানীয়দের একাংশের দাবি, গোটা এলাকা ধোঁয়াশায় ঢেকে যায়। এই গ্যাস লিকের ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে।
তবে জয়পুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কারও মৃত্যু হয়নি। শুধু টাই নয়, গুরুতর অসুস্থতারও কোনও খবর মেলেনি। জয়পুর দমকল বিভাগের সহকারী আধিকারিক ভঁওয়র সিংহ হাডা জানিয়েছেন, অজমেরা গ্যাস প্ল্যান্টে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড দুটি ট্যাঙ্কার ভরা হচ্ছিল। তার মধ্যে একটির ভাল্ভ গ্যাসের চাপে ভেঙে গিয়ে এই বিপত্তি ঘটে।
তিনি জানান, কিছুক্ষণের চেষ্টার পরেই ঐ কারখানার মূল ভাল্বটি বন্ধ করে দিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে অনেকটা গ্যাস ছড়িয়ে পড়ার জেরে কারখানা সংলগ্ন এলাকার দৃশ্যমানতা প্রায় ‘শূন্য’হয়ে যায়।
এই প্রসঙ্গে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, “প্রাথমিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে।”
অন্যদিকে, মঙ্গলবারের এই ঘটনা স্মৃতি ফিরিয়ে দিয়েছে গত ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনাকে। মধ্যপ্রদেশের রাজধানী শহরে সেই দিন ইউনিয়ন কার্বাইড কারখানায় গ্যাস লিক হয়ে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
এদিনের এই ঘটনা যেন সেই স্মৃতিকেই আবারও একবার উস্কে দিয়েছিল। কিন্তু সেইরকম কোনও বড় অঘটন ঘটেনি শেষপর্যন্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।