নতুন প্যান কার্ড নিয়ে চলছে চর্চা। বদলে যেতে চলেছে পুরনো প্যান কার্ড। গ্রাহদের জন্য দেওয়া হবে একটি করে নতুন প্যান কার্ড।
এই কার্ড কীভাবে পাবেন কিংবা পুরনো কার্ড পুরোপুরি অবৈধ কি না তা নিয়ে চলছে জোড় তর্জা।
গ্রাহকরা নতুন কিউআর কোড সহ কার্ড কীভাবে পাবেন তা নিয়ে নানান প্রশ্ন সকলের মনে। এবার প্রকাশ্যে এল বিশেষ বার্তা।
জানা গিয়েছে, পুরনো কার্ড বৈধ থাকবে। তাছাড়াও আপনি নিতে পারে নতুন কিউআর কোড সহ কার্ড। যা পেতে পারেন আপনাই ইমেলে তাও বিনামূল্যে।
তবে, ফিজিক্যাল প্যান কার্ড পেতে হলে আপনাকে চার্ড দিতে হবে। এবার জেনে নিন কীভাবে পাবেন প্যান কার্ড।
ইমেলে প্যান কার্ড পেতে সবার আগে উক্ত ওয়েবসাইটে যান। সেখানে প্যান, আধার ও জন্ম তারিখ সংক্রান্ত তথ্য দিন।
প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর অ্যাপ্লিকেবল টিক বক্স সিলেক্ট করতে হবে। এরপর সাবমিটে ক্লিক করতে হবে।
স্ক্রিনে একটি নতুন ওয়েবপেজ ভেসে উঠবে। সেখানে আয়কর দফতরের কাছে আপডেট করা বর্তমান বিবরণী ব্যবহারকারীকে যাচাই করতে হবে। ওটিপি পাওয়ার জন্য একটি বিকল্প বেছে নেওয়ার অপশন পাবেন।
এবার পেমেন্ট অ্যামাউন্ট দেখে নিতে হবে এবং কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট হয়ে গেলে কনটিনিউ অপশনে ক্লিক করুন।
পেমেন্ট সফল হলে প্যান ব্যবহারকারীর ই মেল আইডি-তে ডেলিভারি করা হবে প্যান।
width= ‘1200’ height = ‘900’/> ওটিপি দিয়ে যাচাই করতে হবে। মনে রাখতে হবে যে, মাত্র ১০ মিনিটের জন্য ভ্যালিড ওই ওটিপি।
এবার পেমেন্টের মোড বেছে নিতে হবে। শর্তাবলীতে সম্মত হওয়ার জন্য টিক বক্স সিলেক্ট করতে হবে। পেমেন্টে অ্যামাউন্ট দেখে নিতে হবে এবং কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
পেমেন্ট হয়ে গেলে কনটিনিউ অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট সফল হলে প্যান ব্যবহারকারীর ই মেস আইডি-তে ডেলিভারি করা হবে প্যান।
রেজিস্টার্ড ই মেল আইডি-তে প্যান আসার জন্য ৩০ মিনিট মতো সময় লাগতে পারে। যদি ই মেল আইডি-তে প্যান না আসে তাহলে টোলফ্রি নম্বরে ফোন করুন।