মোদীর সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা গুলাম নবি আজাদ বললেন, প্রধানমন্ত্রী সত্যিকারের রাষ্ট্রনায়ক

Published : Apr 09, 2023, 08:17 PM ISTUpdated : Apr 09, 2023, 09:32 PM IST
modi gulam

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যিকারের একজন রাষ্ট্রনয়ক। একান্ত সাক্ষাৎকারে মোদীর প্রশংসায় পঞ্চমুখ গুলাম নবি আজাদ। 

প্রশান্ত রঘুবংশম, রেসিডেন্ট এডিটর, নতুন দিল্লি, প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন মোদী একজন স্টেটম্যান। রীতিমত বিনয়ী। তাঁর সঙ্গে সর্বদাই ভাল ব্যবহার করেছেন। পাশাপাশি মোদী জমানায় নিজের রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে নিজের দায়িত্ব আর কর্তব্য যথাযথভাবে পালন করেছেন বলেও জানিয়েছেন প্রাক্তন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। তিনি বলেছেন, তাঁর রাজ্যসভায় শেষ দিনে তিনি মোদীকে একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে দেখেছিলেন। যা তাঁকে অভিভূত করেছে বলেও জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা।

গুলাম নবি আজাদ বলেন, প্রধানমন্ত্রী মোদাী। আর তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা। প্রায় সাত বছর মোদীর সঙ্গে তাঁর সংসদীয় সম্পর্কের কথাও এদিন উল্লেখ করেছেন গুলাম নবি আজাদ। তিনি বলেছেন বিরোধী নেতা হিসেবে তাঁকে প্রধানমন্ত্রী একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি কোনও অনুষ্ঠানেই যাননি। মোদী তাঁকে একাধিকবার মনেও করেদিয়েছিলেন আমন্ত্রণের কথা- কখনও সংসদে কখনও সংসদের বাইরে। কিন্তু তিনি কখনই মোদীর আমন্ত্রণের সাড়া দেননি। গুলাম নবি আজাদ আরও বলেছেন নিজের তাঁর ধর্ম পালন করিছেলিন। কিন্তু মোদী সেই সব কথা মনে রাখেননি।

রাজ্যসভায় তাঁর শেষ দিনে নরেন্দ্র মোদী তাঁর ভূয়সী প্রশংসা করেন। তাঁর বিদায়ের দিনে মোদী কেঁদে ফেলেছিলেন। তা তাঁর সারা জীবন মনে থাকবে। কিন্তু মোদী তাঁর শেষ দিনে তাঁকে অত্যান্ত কটুকথা বলতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। মোদী সেই দিন রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছিলেন । তিনি আরো জানিয়েছ, 'আমি আশা করেছিলান মোদী আমার বিদায় ভাষণে লেফট অ্যান্ড রাইট বলবে। কিন্তু মোদী একজন অন্য মানুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।' যেকথা তিনি নিজের বইতেও উল্লেখ করেছেন। পাশাপাশি সংসদে তাঁর কৃতকর্মের জন্য তিনি বর্তমানে মোদীর কাছে ক্ষমাপ্রার্থী বলেও জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা।

গুলাম নবি আজাদ আরও বলেছেন, মোদীর যে ব্যবহার তিনি সেদিন দেখেছিলেন তাতে তিনি অভিভূত। যেকথা তিনি তাঁর বই আজাদেও উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, তিনি যেমন তাঁর ধর্ম পালন করেছেন তেমই মোদীও তাঁর ধর্ম পালন করেছেন। তবে তাঁর রাজ্যসভার শেষ দিনে মোদী সবকিছুর উর্ধ্বে উঠে গিয়েছিলেন বলেও তিনি মনে করেন। তবে একান্ত সাক্ষাৎকারে গুলাম নবি আজাদ ইন্দিরা গান্ধীর কথাও একাধিকবার উল্লেখ করেছেন। প্রয়াত প্রধানমন্ত্রীরও প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ

রাহুল গান্ধীর জন্যই কংগ্রেস দুর্বল হচ্ছে, অনিল অ্যান্টনির দলবদল প্রসঙ্গে তোপ গুলাম নবি আজাদের

বর্তমান কংগ্রেস নেতাদের তীব্র সমালোচনা গুলাম নবি আজাদের গলায়, প্রশংসা ইন্দিরা গান্ধীর

From The India Gate: অনিল অ্যান্টনির দলবদলে কংগ্রেসের থেকেও বেশি চাপে বামেরা

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি