Lok Sabha Elections 2024: 'সবাই কি বিজেপি-র সঙ্গে মিলে ইভিএম হ্যাক করছেন?' কংগ্রেসকে কটাক্ষ অখিলেশ মিশ্রর

এবারের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের শেষ দফার আগেও ইভিএম-এ কারসাজি নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে চাপানউতোর চলছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আক্রমণ করছেন বিজেপি ও কংগ্রেস নেতারা।

ইভিএম-এ কারসাজির অভিযোগ নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা অখিলেশ মিশ্র। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের অভিযোগ খারিজ করে লিখেছেন, ‘এখনও পর্যন্ত প্রার্থী ছাড়াও ২৭ লক্ষ মানুষ ইভিএম, ১৭ সি ফর্ম পরীক্ষা করেছেন। ভোটগ্রহণ কেন্দ্রে প্রতিটি ১৭ সি ফর্ম বণ্টন করেছে নির্বাচন কমিশন। সব ভোটারই ভোটদান করার পর ভিভিপ্যাটে সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক লেখা স্লিপ দেখা যাচ্ছে কি না পর্যবেক্ষণ করেছেন। একজনও ভোট ও ভিভিপ্যাট স্লিপে সামঞ্জস্য না থাকার অভিযোগ করেননি। প্রতিটি বুথের ভোটার তালিকা সবাই দেখতে পারেন। এখন কপিল সিবালের মতো কংগ্রেস নেতারা যে দাবি করছেন তাতে বলতে হয়, ২৭ লক্ষেরও বেশি মানুষ (আসলে ১ কোটিরও বেশি) প্রধানমন্ত্রী মোদী/বিজেপি-র সঙ্গে মিলে নির্বাচনে দুর্নীতি করছেন। যদি ১ কোটি মানুষ ইভিএম হ্যাক করার জন্য বিজেপি-র সঙ্গে ষড়যন্ত্র করে থাকেন এবং এর কোনও প্রমাণ নেই বা তাঁরা কেন ইভিএম হ্যাক করছেন জানা নেই, তাহলে আমরা কপিল সিবাল ও অন্যদের কী বলব? কংগ্রেস ও সিপিএম-এর পোলিং এজেন্টরা কেন বিজেপি-র সঙ্গে মিলে ষড়যন্ত্র করবেন?’

কংগ্রেসের অভিযোগ খারিজ অখিলেশের

Latest Videos

ইভিএম হ্যাক ও ১৭ সি ফর্ম নিয়ে কংগ্রেস যে অভিযোগ করেছে, তা নস্যাৎ করে অখিলেশ দাবি করেছেন, ‘এখনও পর্যন্ত চলতি লোকসভা নির্বাচনে ৬ দফায় ৪৮৬টি আসন হয় ভোট হয়েছে না হয় ফল নির্ধারিত হয়ে গিয়েছে। প্রতি দফার ভোটে কয়েক হাজার ভোটগ্রহণ কেন্দ্র ছিল। এখনও পর্যন্ত প্রায় ৯ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে এক ডজন করে প্রার্থী ছিলেন। তাঁরা প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্ট রাখার সুযোগ পেয়েছিলেন। প্রতিটি কেন্দ্রে গড়ে ১০ জন (আসলে ১৫.৩) করে প্রার্থী। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে সব প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট থাকতে পারেন। ফলে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্তত ১০ জন করে পোলিং এজেন্ট থাকতে পারতেন। ফলে ৯ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রে প্রায় ৯০ লক্ষ পোলিং এজেন্ট থাকতে পারতেন। তবে বাস্তব হল, নির্দল প্রার্থীরা সব কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট দিতে পারেন না। প্রতিটি কেন্দ্রে ৩ জন করে প্রার্থী সব ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেন। সেটা হলেও প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ৩ জন করে পোলিং এজেন্ট থাকবেন। ফলে ৯ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রে ২৭ লক্ষ পোলিং এজেন্ট। তাঁরা কেউ কোনও অভিযোগ করলেন না!’

 

 

ভোটের হার নিয়েও সংঘাত

এবারের লোকসভা নির্বাচন চলাকালীন ইভিএম হ্যাকের অভিযোগের পাশাপাশি ভোটদানের হার নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। সেই অভিযোগ নিয়েও বিরোধীদের আক্রমণ করেছেন অখিলেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্যালট পেপার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান: ইভিএম এবং ভিভিপ্যাট স্লিপে মিলের দাবি খারিজ সুপ্রিম কোর্টে

গণনার আগের দিন সাসপেন্ড বারাণসীর এডিএম, ইভিএম কারচুপি রুখতে কড়া কমিশন

মুখে গামছা বেঁধে বুথে ঢুকল দুষ্কৃতীরা, ইভিএম ভেঙে মারধর প্রিসাইডিং অফিসারকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার