গো ব্যাক মোদী, প্রধানমন্ত্রী চেন্নাই আসতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল কড়া প্রতিক্রিয়ায়

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে হল, গো ব্যাক মোদী
  • আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই এসেছিলেন মোদী
  • বিমান বন্দরে দাঁড়িয়েই তিনি দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিধ্বনিত হচ্ছে তামিল ভাষা
  • তামিলনাড়ুতে অবশ্য তৈাঁকে গো ব্যাক ধ্বনি শুনতে হল

amartya lahiri | Published : Sep 30, 2019 2:19 PM IST / Updated: Sep 30 2019, 07:53 PM IST

বহুদিন পর ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে হল, 'গো ব্যাক মোদী'। আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এদিন তামিলনাড়ুর রাজধানী চেন্নাই-এ এসে পৌঁছান মোদী। বিমান বন্দরে দাঁড়িয়েই তিনি দাবি করেন তিনি রাষ্ট্রসংঘে তামিল কবি কানিয়ান পুঙ্গুনদ্রানার-এর কবিতা আবৃত্তি করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিধ্বনিত হচ্ছে তামিল ভাষা।

হিন্দি দিবসে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষার মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করার আওয়াজ তোলার পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তামিলনাড়ুতেই। তারপর থেকে পরিস্থিতি শান্ত করতে ভাষার বহুত্ববাদকে তুলে ধরার যারপরনাই চেষ্টা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর মধ্যে।

Latest Videos

'হাউডি মোদী' অনুষ্ঠানে বক্তৃতা শুরু করেন আটটি ভাষায় কথা বলে। এদিন চেন্নাই-এ পা দিয়েও তার ব্যতিক্রম হয়নি। বিমানবন্দরে সমবেত মানুষদের সামনে তিনি বলেন, আমেরিকায় তিনি তামিল ভাষা শুধু বলেননি, সেখানকার মানুষকে জানিয়েছেন এটা পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। আর তারপর থেকে আমেরিকায় এখন  তামিল ভাষা প্রতিধ্বনিত হচ্ছে।    

তবে তামিলদের মনে প্রলেপ লাগানোর তাঁর এই চেষ্টায় বেশ কিছুটা দেরী হয়ে যায়। কারণ মোদী চেন্নাইতে পা রাখার আগেই সোশ্য়াল মিডিয়া 'গো ব্যাক মোদী' পোস্টে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। শুধু টুইটারেই এই বিষয়ে ১ লক্ষ ২৩ হাজার -এর বেশি টুইট হয়েছে বলে তথ্য দেওয়া হয়েছে।

এক টুইটার ব্যবহারকার গো ব্যাক মোদী লেখা ধোসা বানিয়ে সেই ছবি পোস্ট করেন। কেউ কেউ আবার আইআইটি-কে নিরপেক্ষ রাখা ও বিজ্ঞানসম্মত রাখার জন্যই মোদীকে আইআইটির থেকে দূরে রাখতে চেয়েছেন। হাউডি মোদী অনুষ্ঠানে মোদী দাবি করেছিলেন ভারতে সব ভাল চলছে। মোদীর সেই মন্তব্য নিয়ে এক টুইটার ব্যবহারকারী ব্যঙ্গচিত্র পোস্ট করেছেন।  

 

Share this article
click me!

Latest Videos

Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
উত্তপ্ত রায়দিঘি! আবাস তালিকা নিয়ে তৃণমূল-নির্দলের তুমুল সংঘর্ষ | South 24 Parganas News Today
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News