Gold Loan Rules: দারুণ খবর! বদল হচ্ছে গোল্ড লোনের নিয়মে, পেতে পারেন ২.৫ লক্ষ টাকা পর্যন্ত

Published : Jun 07, 2025, 09:33 AM IST

Gold Loan rules: আরবিআই লোনের পদ্ধতিতে পরিবর্তন আনছে, যার ফলে সোনার বদলে বেশি ঋণ পাওয়া যাবে। এই নতুন নিয়মে ক্রেডিট স্কোর বা আয়ের যাচাইয়ের প্রয়োজন হবে না, ফলে ছোট ব্যবসায়ী, কৃষক, গৃহিণী সহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

PREV
110

গ্রাহকদের সুবিধার্থে লোনের পদ্ধতিতে বিরাট পরিবর্তন আনছে আরবিআই। এর দ্বারা উপকৃত হবেন বহু সাধারণ মানুষ।

210

আগের থেকে বেশি মূল্যের টাকা পেতে পারেন ঋণ হিসেবে। তেমনই এবার থেকে লোন পাওয়াও হয়ে গিয়েছে আরও সহজ।

310

টাকার প্রয়োজনে অনেকেই ব্যাঙ্কে সোনা রেখে গোল্ড লোন নিয়ে থাকেন। ছোট ব্যবসায়ী, কৃষক, গৃহিণী থেকে অভাবী মানুষ সকলেই সোনা বন্দক রেখে লোন নিয়ে থাকেন।

410

এবার সোনার বদলে বেশি ঋণ পেতে পারেন। আসছে বিরাট বদল। এবার থেকে সোনার বদলে বেশি টাকা পেতে পারেন।

510

বর্তমানে লোন টু ভ্যালু অনুপাত বেড়ে ৮৫ শতাংশ হয়ে গিয়েছে। যারা দ্বারা উপকৃত হতে চলেছেন সকল সাধারণ মানুষ।

610

এবার থেকে ক্রেডিট স্কোর বা আয়ের বিস্তারিত যাচাই করা হবে না অর্থাৎ এখন ক্রেডিট অ্যাপ্রাইজালের প্রয়োজন নেই।

710

আপনার কাছে যদি ১ লক্ষ টাকার সোনার থাকে তাহলে আগে আপনি ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতেন। এবার থেকে সেই একই সোনার ওপর ৮৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।

810

এর দ্বারা উপকৃত হবেন ছোট ব্যবসায়ীরা। তেমনই কৃষক যাদের চাষের মরসুমে টাকার প্রয়োজন তারাও উপকৃত হবেন।

910

গৃহিণী যাদের জরুরি নগদের প্রয়োজন, তারা এর দ্বারা উপকৃত হবেন। তা ছাড়া যে কোনও সাধারণ মানুষ উপকৃত হবেন।

1010

সদ্য এমন নিয়ম চালু করতে চলেছে ব্যাঙ্কগুলো। আর বি আই-র পক্ষ থেকে জারি হয়েছে এই নয়া নির্দেশিতা।

Read more Photos on
click me!

Recommended Stories