এবার আর কম টাকায় কাজ নয়! বিপুল হারে বেতন বৃদ্ধি করবে মোদী? দীপাবলির সময় দারুণ চমক দিতে পারে কেন্দ্র

Published : Oct 07, 2024, 04:12 PM IST

এবার আর কম টাকায় কাজ নয়! বিপুল হারে বেতন বৃদ্ধি করবে মোদী? দীপাবলির সময় দারুণ চমক দিতে পারে কেন্দ্র

PREV
17

এই দীপাবলিতে প্রচুর টাকা বাড়াতে পারে মোদী সরকার। এবার দুর্গাপুজোর পরেই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।

27

বহু ধরেই বেতন বাড়বে কবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার বেশ অনেকেটাই স্বস্তি দিচ্ছে কেন্দ্র।

37

দীপাবলির সময় বড় অঙ্কের টাকা জমা পড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।

47

কবে বৃদ্ধি পেতে পারে মহার্ঘ্য বাতা তার জন্য বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। এবার আরও ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়াবে কেন্দ্র বলে জানা গিয়েছে।

57

২০২৪ সালের মার্চ মাসে ঘোষিত ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিএ মূল বেতনের ৫০ শতাংশ দাঁড়িয়েছে। এরপর আরও ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে ডিএ বলে জানা গিয়েছে।

67

অন্যান্যবার জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ ঘোষণা হলেও এই বছর পুজোর আগে দারুণ সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

77

এ ছাড়া ডিএর পাশাপাশি, পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ (ডিআর) আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

click me!

Recommended Stories