সরকারি কর্মীদের জন্য ফাটাফাটি খবর! এক ধাক্কায় বাড়ল হাজার হাজার টাকা? অবসরপ্রাপ্তদের জন্যেও রইল সুখবর

সরকারি কর্মীদের জন্য ফাটাফাটি খবর! এক ধাক্কায় বাড়ল হাজার হাজার টাকা? অবসরপ্রাপ্তদের জন্যেও রইল সুখবর

Anulekha Kar | Published : Sep 6, 2024 3:51 AM IST

ডিএ (DA) নিয়ে দারুণ সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government DA)। সেপ্টেম্বরেই দারুণ সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। পুজো সামনেই হাতে আর মোটে কয়েকটা দিন, তার মধ্যেই দারুণ খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। পুজোর আগেই বেশ মোটা টাকা হাতে পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।

চলতি বছরেই মিলেছে ৪ শতাং ডিএ। সব মিলিয়ে মোট ৫০ শতাংশ ডিএ দিচ্ছে কেন্দ্র সরকার। বছরে ২ বার করে ডিএ দেওয়ার নিয়ম আছে। তাই এই বছর ফের বাড়তে পারে ডিএ।

Latest Videos

পুজোর আগেই দারুণ খবর দিতে পারে দিল্লি। প্রতিবছর মার্চ ও সেপ্টেম্বরে ডিএ ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ নাদাগই ঘোষণা হতে পারে ডি-এর। পুজোর আগেই দুর্দান্ত খুশির খবর দিতে পারে কেন্দ্র।

এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও খবর দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে সেপ্টেম্বরেই ৩ শতাংশ ও ৪ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে যে মাসেই মহার্ঘ্য ঘোষণা হোক না কেন জুলাই থেকেই টাকা যোগ হবে বেতনে। বকেয়া টাকা দেওয়া হবে একসঙ্গে। এ ছাড়াও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও দারুণ সুখবর দিতে পারে কেন্দ্র। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদই তাঁদের পেনশনে ডিআর ঘোষণা করতে পারে বলে জানা যায়। এক্ষেত্রে বেশ অনেকটাই বেশি টাকা হাতে পেতে পারেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মীরাও।

                       আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি