রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর! নতুন বছর থেকে অ্যাকাউন্টে ঢুকবে সামগ্রী ছাড়াও হাজার টাকা

রেশন কার্ডধারীদের জন্য নতুন স্কিম চালু করছে কেন্দ্র। ই-কেওয়াইসি সম্পন্ন কার্ডধারীরা পাবেন ১০০০ টাকা। ২০২৫ সাল থেকে এই স্কিম চালু হতে পারে।
Deblina Dey | Published : Dec 20, 2024 1:34 PM
110

দেশ জুড়ে এমন বহু পরিবার আছে যারা সারা মাসে রেশন সামগ্রীর উপর ভরসা করেন। 

210

রেশনের পরিমান কমে গেলেই তাঁদের পেট ভরে দুবেলা খাবারে টান পরে। এমন পরিস্থিতেত যখন রেশন দেওয়া দিয়ে দুর্নিতী বা সমস্যা হয়, তখন এই মানুষগুলোর কী পরিস্থিতি হয় তা বোধহয় শুধু তাঁরাই জানেন। 

310

কম রেশনের মধ্যেই পরিবারের সদস্যারা কোনও মতে খেয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

410

এই মানুষগুলোর জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকার এই রেশন ব্যবস্থাকে ধীরে ধীরে উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে। 

510

তাই বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রেখেছে কেন্দ্রীয় সরকার। তবে এবার থেকে রেশন দোকান থেকে কার্ড থাকলেই গ্রাহকদের সামগ্রীর সঙ্গে মিলবে ১০০০ টাকা।

610

আর এই স্কিমের উপর জোড়কদমে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

710

শোনা যাচ্ছে ২০২৫ থেকে পিছিয়ে থাকা ভারতীয় নাগরিকদের পরিবারগুলোর জন্য এই ব্যবস্থা আনতে চলেছে মোদী সরকার। 

810

কেন্দ্রীয় সরকার কিছু বিশেষ শ্রেণীর রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টেই এই ১০০০ টাকা করে পাঠাবে। 

910

রেশন কার্ড গ্রাহকরা যারা ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন তারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। 

1010

যারা ই-কেওয়াইসি করেননি তারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos