১ তারিখ থেকেই বদলে যাচ্ছে ব্যাঙ্কের কর্মসূচীর সময়! ব্যাঙ্কের গ্রাহক হলে অবশ্যই জেনে রাখুন এই নিয়ম

Published : Dec 20, 2024, 11:48 AM IST

সরকারি বা বেসরকারি সমস্ত ব্যাঙ্ককে মানতে হবে এই একই নিয়ম। ব্যাঙ্কের কর্মসূচীতে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। যা কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই।

PREV
17

নতুন বছরের প্রথম দিন থেকেই ব্যাঙ্কিং সেক্টরে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। 

27

জানা গিয়েছে ১ জানুয়ারি ২০১৫ থেকে সমস্ত ব্যাঙ্কের খোলা এবং বন্ধের সময় নিয়ে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। 

37

এমনকী সরকারি বা বেসরকারি সমস্ত ব্যাঙ্ককে মানতে হবে এই একই নিয়ম। তবে পুরো দেশে নয় এই নিয়ম আপাতত লাগু হচ্ছে মধ্যপ্রদেশে।

47

তবে একাংশ এই ব্যঙ্কিং সেক্টরের পরিবর্তনকে কুর্ণিশ জানিয়ে বলেছেন, এই নিয়ম পুরো দেশে লাঘু হলে ব্যাঙ্ক গ্রাহকদের সত্যিই উপকার হবে, অযথা বারবার হয়রানির মুখে পড়তে হবে না।

57

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ব্যাঙ্কের এই খোলা বন্ধের নিয়ম নির্ভর করতো প্রতিটা ব্যাঙ্কের উপর। 

67

তারা তাদের সুবিধে মতো কোনও ব্যাঙ্ক ১০ তো কোনওটা সাড়ে ১০ টা তো কেউ ১১ টায় খুলতো। 

77

আবার একইভাবে বন্ধের সময়ও তাই। এর ফলে গ্রাহকদের এই বিষয়গুলি মনে রাখার বা নাজেহাল হওয়া থেকে বাঁচাতে মধ্যপ্রদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।

click me!

Recommended Stories