দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল অবসরের বয়স, কত বছরে হবে রিটায়ারমেন্ট?

Published : Apr 14, 2025, 10:38 PM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর। পঞ্জাব সরকার চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে অবসরের বয়স এক ধাক্কায় ৫ বছর বাড়িয়েছে। এখন থেকে কর্মীরা ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারবেন।

PREV
110

ফের ভালো খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। বাংলার নববর্ষের আগে মিলল খুশির খবর।

210

এবার বেড়ে গেল অবসরের বয়স। আর ৬০ বছরে অবসর নয়। এবার কর্মজীবন হবে আরও বেশি।

410

এই পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকারি কর্মীরা। এতে নাকি কাজে আসবে স্বচ্ছতা।

510

তবে, সর্বক্ষেত্রে নয়। কয়টি ক্ষেত্রে অবসরের বয়সের বদল হল।

610

চিকিৎসা ক্ষেত্রে এই নিয়ম জারি হচ্ছে। এতে চিকিৎসা ক্ষেত্রে তো বটেই তেমনই শিক্ষাক্ষেত্রেও সকলে উপকৃত হবে।

710

সদ্য এমনই নিয়ম জারি হল। রাজ্য সরকারি কর্মীদের জন্য এই সুখবর এল।

810

এই সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। পঞ্জাব মেডিক্যাল অধ্যাপকদের ক্ষেত্রে এই নিয়ম জারি হবে।

910

দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হল। তা ৬৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1010

চিকিৎসা ক্ষেত্রে সকলের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার।

click me!

Recommended Stories