নতুন বছরে বাড়বে না বেতন-ভাতা? অষ্টম বেতন কমিশন নিয়ে জোর ঝটকা দিল কেন্দ্র সরকার
নতুন বছরে নাকি বাড়বে না কোনও বেতন বা ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুসংবাদ দিল কেন্দ্রের মোদী সরকার। অষ্টম বেতন কমিশন নিয়ে জোর ঝটকা দিল কেন্দ্র সরকার।
অষ্টম বেতন কমিশন (8th pay commission) কবে গঠিত হবে সেই নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন।
এদিকে এই অষ্টম বেতন পে কমিশন একবার গঠন হয়ে গেলে সকলের বেতন থেকে শুরু করে বোনাস, মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
তবে নতুন পে কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনওরকম আশ্বাসমূলক বার্তা দেওয়া হয়নি। যে কারণে মন খারাপ কোটি কোটি সরকারি কর্মীদের।
এদিকে সামনেই রয়েছে কেন্দ্রীয় বাজেট। কিন্তু এই বাজেটের আগে এই অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড়সড় কথা জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক যা শুনলে আপনি চমকে উঠবেন।
আপনিও জানতে ইচ্ছুক যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কী জানিয়েছে?
আসলে কেন্দ্রীয় সরকার তার ৪৮ লক্ষ কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীকে বড় ধাক্কা দিয়েছে।
অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না বলে রাজ্যসভায় স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি।
বর্তমানে DA/DR হার ৫৩ শতাংশে পৌঁছেছে। নিয়ম হলো, ডিএ-র হার ৫০ শতাংশ পেরোলেই কর্মচারীদের বেতন স্কেল ও ভাতায় পরিবর্তন আসে। কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন।
বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন বারবার সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে।
গত বছর সংসদ অধিবেশন চলাকালীন অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনও সরকারের তরফে স্পষ্ট জবাব দেওয়া হয়েছিল, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব নেই। সরকার তা বিবেচনা করছে না।