বেঙ্গালুরুতে এবার করোনায় আক্রান্ত গুগল কর্মী, দেশে ক্রমেই বাড়ছে আতঙ্ক

  • বেঙ্গালুরুতে করোনায় আক্রান্ত ফের এক টেকি
  • গুগল কর্মীর শরীরে মিলল মারণ ভাইরাস
  • কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬
  • দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু কর্ণাটক রাজ্যেই

বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও ক্রমেই বাড়ছে মারণ করোনা আক্রান্তের সংখ্যা। এবার বেঙ্গালুরুতে এক তথ্যপ্রযুক্তিকর্মীর শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি। এই ব্যক্তি তাঁদের কর্মী বলে জানিয়েছে গুগল ইন্ডিয়া। এর ফলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পৌঁছে গেল ৮০ কাছাকাছি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত কানাডিয়ান প্রধানমন্ত্রীর স্ত্রী, হ্যান্ডশেক ছেড়ে 'নমস্কার' করছেন ট্রাম্প

Latest Videos

প্রকাশ করা বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, " আমরা নিশ্চিত হয়ে জানাচ্ছি আমাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর দেহে কোভিজ-১৯ পাওয়া গিয়েছে।" পাশাপাশি গুগল জানিয়েছে,  "কোনও লক্ষণ বিকাশের আগে ওই কর্মী বেঙ্গালুরুর অফিসে কয়েক ঘণ্টা কাটান।"

 

 

ওই করোনা আক্রান্ত ব্যক্তীর সংস্পর্শে আসা সহকর্মীদের  কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে গুগল। পাশাপাশি বেঙ্গালুরু অফিসের সমস্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দিয়েছে এই বিখ্যাত প্রযুক্তি সংস্থাটি। গোটা দেশ জুড়েই ছড়িয়েছে করোনা আতঙ্ক। এই পরিস্থিতিত উইপ্রো, টেক মহিন্দ্রার মত নামকরা আইটি সংস্থাগুলিও তাদের কর্মীদের বাড়ি থেকের কাজ করার পরামর্শ দিয়েছে। 

আরও পড়ুন: দু'জনে সংসার করেছেন ৬০ বছর, করোনা আক্রান্ত হয়ে একসঙ্গেই মৃত্যু দম্পতির

এর আগে তথ্যপ্রযুক্তি নগরীতে মাইন্ডট্রি এবং ডেলের ২ কর্মীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছিল। ফলে কর্ণাটকে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬। এদের মধ্যে কুলবার্গিতে মৃত ৭৬ বছরের বৃদ্ধের শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News