গোরক্ষনাথ মন্দিরের প্রধান পূজারী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এক মিনিট ৪৯ সেনেন্ডের ওই ভিডিতে হামলাকারী হামলার দায় স্বাকীর করার পাশাপাশি জানিয়েছেন মন্দিরে হামলার কারণ গুলি।
গতসপ্তাহে হামলা চালান হয়েছিল গোরক্ষনাথ মন্দিরে। সেখানে হামলায় অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। গোরক্ষনাথ মন্দিরের প্রধান পূজারী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এক মিনিট ৪৯ সেনেন্ডের ওই ভিডিতে হামলাকারী হামলার দায় স্বাকীর করার পাশাপাশি জানিয়েছেন মন্দিরে হামলার কারণ গুলি।
গোরক্ষনাথ মন্দিরে হামলা মূল অভিযুক্ত ২৯ বছরের আইআইটি স্নাচন আহমেদ মুর্তজা আব্বাসি। ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্তকে বলতে শোনা গেছে, সিএএ, এনআরসি আর কর্নাটকের হিজাব উস্যু তাকে বিধ্বস্ত করেছিল। এই তিনটি ঘটনার জন্য তিনি সরকারপক্ষকে দায়ি করেছেন। এই তিনটি ঘটনার জন্যই তিনি মন্দিরে হামলা করেছিলেন। ভিডিওটিতে আব্বাসিকে ক্যামেরার বাইরে থাকে দুই ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। সেই দুই ব্যক্তি পুলিশ কর্মী হতে পারে বলেও মনে করা হচ্ছে। গ্রেফতারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই ভিডিওটি শ্যুট করা হয় বলেও মনে করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত ভিডিওটি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানান হয়নি। ভিডিওটি সত্যতাও যাচাই করা হয়নি।
গত রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ গোরক্ষপুর মন্দিরে হামলা চালান হয়েছিল। আব্বাসি মন্দিরের বাইরে একটি ছুরু দোলাচ্ছিলেন। তাকে কাবু করতে চেষ্টা করছিল পুশিল ও স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু একাধিকবার চেষ্টার পরেই তারা ব্যর্থ হয়েছিল। অবশেষে ঢিল ছুঁড়ে আব্বাসিকে ঘায়েল করে তবেই গ্রেফতার করা হয়।
মুর্তজা আব্বাসি ২০১৫ সালে আইআইটি থেকে স্নাতক হয়। পুলিশ জানিয়েছে, আব্বাসির সঙ্গে জঙ্গিদের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আব্বাসিকে নিয়ে এই তদন্তে বাধা হয়ে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি সন্ত্রাসবাদের সঙ্গে আব্বাসির যোগ নিয়ে তদন্তে বাধা দিচ্ছেন। তিনি বলেছেন হামলাকারীর মানসিক স্বাস্থ্য আগে পরীক্ষা করা দরকার। কারণ আব্বাসির বাবা জানিয়েছেন ছেলের মানসিক সমস্যা রয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে অখিলেশকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রীরা। তাঁরা বলেছেন অখিলেশ সস্তার রাজনীতি করেছে।