গোরক্ষপুর মন্দিরে হামলার অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা মুর্তজা আব্বাসিকে, জানুন কে এই আব্বাসি

Published : Jan 30, 2023, 06:26 PM IST
gorakhpur temple

সংক্ষিপ্ত

উত্তর প্রদেশের মন্দিরে হামালার অভিযোগে মৃত্যদণ্ড মুর্তজা আব্বাসিকে। এনআইএ-র বিশেষ আদালত এই সাদা দিয়েছে। 

গোরোক্ষপুর মন্দিরে হামলায় দোষী সাব্যস্ত মুর্তজা আব্বাসিকে উত্তর প্রদেশের বিশেষ এনআইএ কোর্ট মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। গত বছর এপ্রিল মাসে উত্তর প্রদেশের গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়েছিল আব্বাসি।

উত্তর প্রদেশ প্রশাসন সূত্রের খবর, দোষী সাব্যস্ত মুর্তজা আব্বাসিকে ভারতীয় দণ্ডবিধির ১২১ নম্বর ধারার অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কর্মীদের ওপর হামলায় অভিযোগে ভারতীয় দণ্ডবিধার ৩০৭ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযুক্ত উত্তর প্রদেশের গোরক্ষনাথ মন্দিরের দায়িত্বে থাকা সশস্ত্র নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছিল গত বছর। বেশ কিছুক্ষণ ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেছিল আব্বাসি। আব্বাসি একজন রাসায়নিক ইঞ্জিনিয়ার। আব্বাসিকে প্রথমে নিজেদের হেফাজতে নেয় উত্তর প্রদেশ পুলিশ। পরে তুলে দেওয়া হয় এনআইএ-র হাতে। দীর্ঘ জেরায় জানা গিয়েছে, আব্বাসির সঙ্গে ইসলামিক স্টেটের যোগাযোগ রয়েছে। উত্তর প্রদেশ প্রশান জানিয়েছে, আব্বাসি আইএস-র হয়ে লড়াই করার শপথ নিয়েছিল। জঙ্গি সংগঠনগুলিকে নিয়মিত আর্থিক সাহায্য করত।

আহমেদ মুর্তজা আব্বাসি

গোরক্ষপুর সিভিল লাইন এলাকার বাসিন্দা।আইআইটি মুম্বইয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ২০১৫ সালে পড়াশুনা শেষ করেন তিনি। পাশ করার পরে সে দুটি বহুজাতিক সংস্থায় কাজও করেছিল। ২০১৭ সাল থেকে আব্বাসি মানসিক সমস্যায় ভুগছিল বলেও জানিয়েছে তার পরিবারের সদস্যরা। বেশ কয়েকজন ডাক্তার তার চিকিৎসা করে। মানসিক সমস্যার কারণে স্ত্রীর সঙ্গেও সম্পর্ক স্থায়ী হয়েছিল। তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। উত্তর প্রগেদেশের মন্দির হামলার পর ২০২২ সালে আব্বাসিকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুনঃ

অমর্ত্য সেনের বাড়িতে মমতা, 'বিতর্কিত জমির' কগজ তুলে তীব্র সমালোচনা বিশ্বভারতীর উপাচার্যের

'আমি আমার বাড়ি যাচ্ছি', শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার শেষদিনে আবেগঘন প্রিয়াঙ্কা

অনুব্রত মণ্ডলকে তৃণমূল ছেঁটে ফেলেছে, দিলীপের এই মন্তব্যের জবাবে পাল্টা দিলেন ফিরহাদ হাকিম

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল