DA Increase: সোমবার ২০২৪-২৫ অর্থবর্ষ শেষ হচ্ছে। তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা (Dearness Allowance) বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক বেড়ে গেল।
চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটল
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। তাঁদের পকেট স্ফীত হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে লাভবান হচ্ছেন সরকারি কর্মীরা।
210
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল
কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানাল। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ছিল ৫৩ শতাংশ। এবার তা বেড়ে হল ৫৫ শতাংশ।
310
গত বছরের জুলাইয়ে শেষবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল
২০২৪ সালের জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল। এবার ২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল।
চলতি অর্থবর্ষ শেষ হওয়ার ঠিক আগে মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের লাভ হচ্ছে
প্রতি বছর সাধারণত দু'বার মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবার নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল।
510
অষ্টম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে
অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে। তার আগেই মহার্ঘভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
610
মহার্ঘভাতার পাশাপাশি মহার্ঘ ত্রাণের কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা
মহার্ঘভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের পাশাপাশি মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদেরও লাভ হতে চলেছে।
710
হোলির আগেই কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করবে বলে জল্পনা তৈরি হয়েছিল
কিছুদিন আগে শোনা যাচ্ছিল, হোলির আগেই কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করবে। কিন্তু হোলির পর এই ঘোষণা করা হল।
810
দেশে মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, তাতে মহার্ঘভাতা ঘোষণা প্রত্যাশিত ছিল
দেশে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের স্বস্তি দেওয়ার জন্য মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
910
কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক বেড়ে গেল
এতদিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক ছিল ৩৫ শতাংশ। এবার তা বেড়ে হচ্ছে ৩৭ শতাংশ।
1010
রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা বাড়িয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করা হয়েছে
এবার রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা বাড়িয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বর্ধিত মহার্ঘভাতা।