জল্পনা অবসান। শেষপর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অনুমোদনে গঠন করা হল অষ্টম বেতন কমিশন বা পে কমিশন। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে থেকে এটি লাগু হবে? কত টাকা বেতন বাড়বে কেন্দ্র সরকারের কর্মীদের?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অনুমোদনে নতুন বছরের শুরুতেই গঠন করা হয়েছে অষ্টম বেতন কমিশন। বা পে কমিশন।
210
সপ্তম বেতন কমিশন
সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৬ সালে। যার মেয়াদ শেষ হবে চলতি বছর আগামী ৩১ ডিসেম্বর। আর সেই কারণে অষ্টম বেতন কমিশন লাগু হবে ২০২৬ সালের ১ জানুয়ারি।
310
ফিটমেন্ট ফ্যাক্টর
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। যার অর্থ সরকারি কর্মীদের বেতন বাড়বে হুহু করে।
410
বেসিক বেতন
অষ্টম বেতন কমিশন লাগু হবে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন ১৮ হাজার তাদের বেসিক বেতন বেড়ে হতে পারে ৫১ হাজার ৪৮০ টাকা।
510
কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সপ্তম বেতন কমইশন ২০১৬ সাল থেকে কার্যকর। এটি ২০২৬ সাল পর্যন্ত বৈধ। অষ্টম বেতন কমিশন কার্যকর হবে ২০২৬ সাল পর্যন্ত।
610
সুবিধে পাবেন
অষ্টম বেতন কমিশন লাগু করে উপকৃত হবেন এক কোটিরও বেশি সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।
710
গ্র্যাচুইটি সিলিং
মন্ত্রিসভার সচিবদের ক্ষেত্রে বেসিক সর্বোচ্চ বেড়ে হয় ২.৫ লক্ষ। গ্র্যাচুইটি সিলিংও বেড়ে হয় ২০ লক্ষ টাকা
810
ষষ্ঠ বেতন কমিশনে বৃদ্ধি
২০০৬ সালে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ন্যূনতম বেসিক ৭০০০ এবং সর্বোচ্চ বেসিক বেতন ৮০ হাজার হয়। গ্র্যচুইটি সিলিং ১০ লক্ষ টাকা করা হয়েছিল।
910
অষ্টম বেতন কমিশন নিয়ে আশা
অষ্টম বেতন কমিশনের আওতায় বেতন এবং পেনশন অনেকটাই বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
1010
কেন্দ্রীয় বাজেটের আগেই সিদ্ধান্ত কেন?
কেন্দ্রীয় বাজেটের আগে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলে। কারণ মুদ্রাস্ফীতির জেরে এই মুহূর্তে জেরবার অবস্থা সাধারণ মানুষের। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় প্রভাব পডছে অর্থনীতিতেও। তাই সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।