বিরাট খবর! সরকারি কর্মীরা প্রত্যেকে পাবেন ৩-৪ লক্ষ টাকা! DA মামলায় হারলে রাজ্য দেবে হাজার কোটির খেসারত

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্টে চলছে তাদের ডিএ মামলা। এবার সামনে এসেছে দুর্দান্ত তথ্য। ডিএ মামলায় যদি সরকারি কর্মচারীরা জয় পায় তাহলে লক্ষ লক্ষ টাকা আসবে তাদের পকেটে।

Parna Sengupta | Published : Jul 15, 2024 4:22 PM
18

গত ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া।

28

২০২২ সালের ২০ মে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা মেনে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হলে সরকারি কোষাগার থেকে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় করতে হবে রাজ্য সরকারকে।

38

উল্লেখ্য, সেই সময় হাইকোর্ট রাজ্যকে নিজের কর্মচারীদের কেন্দ্রীয় কর্মীদের সমান ৩১% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল।

48

প্রসঙ্গত, বর্তমানে সর্বোচ্চ আদালতে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে, তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে এই মামলা।

58

এবার অঙ্কের হিসেবে দেখা গেলে ডিএ মামলায় যদি রাজ্য সরকারি কর্মচারীরা জয় পায় তাহলে পদ অনুযায়ী, লক্ষ লক্ষ টাকা আসবে সরকারি কর্মীদের পকেটে।

68

কেউ কেউ পাবেন দু’লাখ টাকা। কারও অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকা। গ্রুপ ‘ডি’ কর্মীরা পেতে পারেন প্রায় ২ লাখ বকেয়া। গ্রুপ ‘সি’ কর্মীদের হাতে আসতে পারে প্রায় ২ লাখ ২০ হাজার

78

গ্রুপ ‘বি’ কর্মীদের ক্ষেত্রে ৩ লাখ ১০ হাজার এবং গ্রুপ ‘এ’ কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্ক হতে পারে প্রায় ৪ লাখ টাকা।

88

উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখনও সেই মামলাই ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos