চিন-আমেরিকায় ব্যাপক হারে ছড়াচ্ছে করোনা, রাজ্যগুলিকে জরুরি চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

চিন, জাপান, আমেরিকা, কোরিয়া এবং ব্রাজিলে হঠাৎ করে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে যথাযথ সাবধানতা অবলম্বন করতে চায় ভারত সরকার। Government of India takes precautions as Coronavirus is spreading in China America

বিশ্বে ফের ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে করোনাভাইরাস। ২০২২-এর শেষেই চিন, আমেরিকায় বেড়ে গেছে সংক্রমণ। বিপদ বুঝে তৎপর হল ভারত সরকার। প্রত্যেকটি রাজ্যের প্রশাসনের কাছে পাঠানো হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা।

ভারতে কোভিডে আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিং-এর সংখ্যা বাড়াতে রাজ্যগুলিকে মঙ্গলবার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘চিন, জাপান, আমেরিকা, কোরিয়া এবং ব্রাজিলে হঠাৎ করে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। তাই আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে হবে। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়।’

Latest Videos

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, করোনার নতুন কোনও প্রজাতির উদ্ভব হয়ে সংক্রমণ ছড়াচ্ছে কিনা, তার হদিশ পাওয়া যাবে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে। জিনোম সিকোয়েন্স এমন একটা পদ্ধতি, যার সাহায্যে করোনার নতুন প্রজাতিকে চিহ্নিত করা ও তার চরিত্র সম্পর্কে জানা যায়।

সম্প্রতি প্রতিবেশী চিন দেশে করোনাবিধি শিথিল হতেই সংক্রমণ ব্যাপক হারে বাড়তে শুরু করে দিয়েছে। অতিমারি বিশেষজ্ঞদের ধারণা, আগামী ৯০ দিনে চিনের ৬০ শতাংশ মানুষই করনাভাইরাস দ্বারা সংক্রমিত হবেন। মঙ্গলবার বেজিংয়ে করোনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যে হারে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তা আন্তর্জাতিক স্তরে উদ্বেগের বিষয় বলে জানিয়েছে আমেরিকা।

ভারতে যদিও গত কয়েক মাস ধরেই নিম্নমুখী রয়েছে কোভিড গ্রাফ। সংক্রমণের হার ক্রমশ কমছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, দেশে এক দিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১২ জন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে জানা গেছে, চিনের করোনা পরিস্থিতি বেগতিক হলেও এ নিয়ে ভারতের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে চিনের কোভিড পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে।


আরও পড়ুন-
চব্বিশে চব্বিশ, অমিত শাহের সফরের পর বঙ্গ বিজেপির উদ্দেশ্যে কড়া ‘টার্গেট’ জেপি নাড্ডার
শিশুদের ইংরেজি মাধ্যমে পড়ানোর ঝোঁক, স্কুলগুলিতে আবেদন জমা পড়ছে আসন সংখ্যার চেয়ে প্রায় ৫ গুণ বেশি
স্কুলের পোশাক নীল-সাদা হলে ক্ষুণ্ণ হতে পারে ঐতিহ্য ও ইতিহাস, রাজ্য সরকারকে বিশেষ আবেদন ৩১টি স্কুলের

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury