'শান্তি বজায় রাখুন, অযথা গুজবে বিশ্বাস করবেন না', কাশ্মীরি নেতাদের বার্তা রাজ্যপালের

Indrani Mukherjee |  
Published : Aug 03, 2019, 11:04 AM IST
'শান্তি বজায় রাখুন, অযথা গুজবে বিশ্বাস করবেন না', কাশ্মীরি নেতাদের বার্তা রাজ্যপালের

সংক্ষিপ্ত

জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে এর ফলে  আতঙ্ক ছড়াবে এটাই স্বাবাভিক অযথা গুজবে বিশ্বাস না করার পরামর্শ রাজ্যপালের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিলেন তিনি

জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি দিন দিন যেভাবে জটিল আকার ধারণ করছে, তাতে আতঙ্ক ছড়াবে এটাই স্বাবাভিক। এদিন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক সেখানকার রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে এবং কোনও প্রকার গুজবে বিশ্বাস না করতে। 

এদিন রাজ্যপাল সত্য পাল মালিক মেহবুব মুফতি, শাহ ফয়েজল, সাজ্জাদ লোন এবং অমরান আনসারির মতো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানকার রাজনৈতিক নেতারা অবশ্য এর আগেই সরকারকে একটি জরুরী বৈঠক ডাকার আবেদন জানিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে ছড়িয়ে পড়া কিছু গুজব দূর করারও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। 

আরও পড়ুন- অমরনাথের পথে আগ্নেয়াস্ত্র, নিরাপত্তায় বিঘ্ন ঘটার আশঙ্কায় উপত্যকা ছাড়ার নির্দেশ তীর্থযাত্রীদের

আরও পড়ুন- ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, আহত ১ জওয়ান

প্রসঙ্গত, শুক্রবার কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের হুমকির কথা উল্লেখ করে অমরনাথ যাত্রীদের সুরক্ষার স্বার্থে অমরনাথ যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেন কাশ্মীর সরকার। প্রশাসনের তরফ থেকে যত শীঘ্রই সম্ভব পূন্যার্থী এবং তীর্থযাত্রীদের উপত্যকা ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল বলে খবর। এদিন রাজ্যপাল সত্য পাল মালিক জানান, নিরাপত্তা বাহিনীর কাছে কিছু বিশ্বাসযোগ্য তথ্য ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে, যা থেকে অমরনাথ যাত্রায় জঙ্গি নাশকতার সম্ভাবনা স্পষ্ট। 

রাজ্যপালের দাবি, সুরক্ষা ব্যবস্থার সঙ্গে জঙ্গি নাশকতার বিষয়টিকে মিলিয়ে ফেলা হচ্ছে, যা কখনওই কাম্য নয়। তিনি সেখানকার রাজনৈতিক নেতাদের উদ্দেশেও বার্তা দেন যে, তাঁদের সমর্থকরাও যেন একটি ইস্যুর সঙ্গে অন্যটি মিলিয়ে না ফেলেন সেদিকে নজর দিতে হবে।    

PREV
click me!

Recommended Stories

দশ হাজার নয়, এক লাখ দিলেও মুসলিমরা আমাকে ভোট দেবে না: অসমের মুখ্যমন্ত্রী
বুলেট ট্রেন প্রকল্পের জন্য NH-64 ও রেললাইনের উপর স্টিল ব্রিজ চালু, জানুন কীভাবে তৈরি হয়েছে এটি