এবার গোটা দেশের নূন্যতম বেতন বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি হোক বা বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানেই এবার বেতন রাখতে হবে নূন্যতম ২০ হাজার? আসতে পারে নতুন বিল।
28
যেভাবে জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের পেটে টান ধরছে। এবার দেশের অর্থাভাব ঘোচাতেই এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।
38
ভারতে লক্ষ লক্ষ কর্মী অত্যন্ত কম বেতনে চাকরি করে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম এমন কর্মীর সংখ্যাও কম নেই। এবার এই ব্যবধানই মাটানোর পথে রয়েছে সরকার।
সূত্রের খবর অনুযায়ী, যদি এই নতুন বিল আসে তাতে নূন্যতম বেতন হবে ২০ হাজার টাকা। অর্থাৎ ২০ হাজার টাকার নিচে কোনও মাইনে দেওয়া যাবে না, সরকারি বা বেসরকারি সংস্থায়।
58
এ ছাড়াও বছরে বছরে বেতন বাড়ানোর কথাও লেখা থাকবে এই বিলে বলে সূ্ত্রের খবর।এরফলে যারা অনেক টাকা পারিশ্রমিক পান তাঁদের পারিশ্রমিকও যাতে কমিয়ে দেওয়া না হয়, তার ব্যবস্থা করবে মোদী সরকার।
68
শিক্ষার বিচার হতে পারে তিনটে স্ল্যাব। সেই তিন স্ল্যাবের ভিত্তিতেই দেওয়া হবে বেতন। যেমন উচ্চমাধ্যমিক পাশ থাকে দিতে হবে নূন্যতম ২০ হাজার টাকা, স্নাতক পাশ করা থাকলে ৩০ হাজার টাকার নিচে দেওয়া যাবে না বেতন।
78
স্নাতকোত্তর করা থাকলে নূন্যতম বেতন হবে ৩৫ হাজার। এবার এমনই বিল আনতে চলেছে মোদী সরকার বলে জানা গিয়েছে সূত্র মারফত।
88
তবে এখনও এই খবর সত্যি না মিথ্যে সে প্রসঙ্গে মুখ খোলেনি মোদী সরকার। তবে সত্যি হলেই এই বছরেই পাশ হতে পারে এই নতুন বিল বলে জানা গিয়েছে।