প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসুরী কে? জোর জল্পনা শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। একদিকে মোদীর উত্তরসুরীর নিয়ে জল্পনা। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ নিয়ে জল্পনা। দুটি ক্ষেত্রেই নাম আসছে যোগী আদিত্যনাথের।
212
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। একদিকে বিজেপি নেতা। অন্যদিকে আরএসএস-এর ঘনিষ্ট। বিজেপির সফল মুখ্যমন্ত্রীদের তালিকাতেও রয়েছেন তিনি।
312
নাগপুরে মোদীর বৈঠক
সম্প্রতি নাগপুরে আরএসএস কার্যালয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন। তাদের এই বৈঠকই ঘিরেই জল্পনা বাড়ছে।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা দেবেন। নিজের পদত্যাগ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন।
512
তাতেই জল্পনা শুরু
এই মন্তব্যের পর থেকেই মোদীর উত্তরসুরী নিয়ে জল্পনা চলছে। অন্য একটি সূত্র আবার দাবি করছে বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে পরেন যোগী আদিত্যনাথ।
612
মুখ খুললেন যোগী
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসুরী আলোচনায় জল ঢাললেন মোদী। তিনি জানিয়েছেন এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না।
712
'আমি যোগী'
একটি সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেছেন, 'রাজনীতি আমার কাছে পূর্ণ সময়ের কাজ নয়,। আসলে আমি মনেপ্রাণে একজন যোগী'। তবে এখানেই শেষ নয়।
812
বিস্ফোরক যোগী
অনুগামীরাতে তাঁকেই পরবর্তী প্রধানমন্ত্রী দেখতে চান। এই প্রশ্নের যথেষ্ট তাৎপর্যপূর্ণ উত্তর দিয়েছেন যোগী। তিনি বলেছেন, 'সব কিছুরই একটা সময় রয়েছে।'
912
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
যোগী আরও বলেছেন, 'আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দল আমাকে রাজ্যের জনগণের সেবা করার জন্যই এই পদে রেখেছে।' যোগীর এই মন্তব্যও তাৎপর্যপূর্ণ। কারণ মুখ্যমন্ত্রী মানেই পূর্ণ সময়ের রাজনীতিবিদ।
1012
মোদী-যোগী সম্পর্ক
জাতীয় রাজনীতিতে মোদী - যোগী সম্পর্ক যথেষ্ট চর্চিত। দুজনের সম্পর্ক যথেষ্ট অম্লমধুর। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে মোদী ছিলেন সামনের সারিতে। আর কুম্ভমেলা ছিল যোগীময়।
1112
দিল্লিতে যোগীরাজ?
যদিও যোগীর অনুগামীরা ইতিমধ্যেই দিল্লিতে যোগীরাজের দাবিতে স্লোগান দিচ্ছে। তবে এসব এড়িয়ে যোগী আদিত্যনাথ নিজেকে দলের অনুগত সৈনিক হিসেবেই দাবি করেছেন। তিনি বলেছেন, দল চেয়েছে বলেই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন।
1212
যোগীর কৃতিত্ব
৩৭ বছর পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মসনদে বসে রীতিমত নজির তৈরি করেছেন যোগী আদিত্যনাথ। তবে প্রধানমন্ত্রীর জল্পনা মধ্যেই আগামী ২০২৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন তাঁর কাছে রীতিমত চ্যালেঞ্জের।