পুজোর সময় রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত উপহার! উৎসবেরর মধ্যেই ফের বাড়তে পারে ডিএ

Published : Sep 25, 2024, 01:23 PM IST

পুজোর সময় রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত উপহার! উৎসবেরর মধ্যেই ফের বাড়তে পারে ডিএ

PREV
17
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

দিন কয়েক পরেই অক্টোবর। পুজো প্রায় দোরগোড়ায় এর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের দারুণ খবর দিল সরকার।

27
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

এমনিতে পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ার কথা রয়েছে। তবে এবার শুকু কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই নয়, ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদেরও।

37
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

২৫ সেপ্টেম্বর ফের ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রায় ৩ থেকে ৪ শাতংশ বৃদ্ধি পেতে পারে ডিএ।

47
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

তবে এবার শুরু কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নন, মহার্ঘ্য ভাতা পাবেন রাজ্য সরাকরি কর্মীরাও।

57
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

অক্টোবরের শুরুতেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে উত্তরপ্রদেশ সরকার। খুশির খবর পেতে পারেন এই রাজ্যের কর্মীরা।

67
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন উত্তর প্রদেশের রাজ্য সরকারি কর্মীরা।

77
দারুণ খবর সরকারি কর্মীদের জন্য!

দীপাবলির আগেই তাঁদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে রাজ্য সরকারের কোষাগারে বাড়তি ৩ হাজার কোটি টাকা খরচ হতে পারে।

click me!

Recommended Stories