উপহার হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে বর না আসায় ভাইকে বিয়ে করল বোন! ঘটনা জানাজানি হতেই উত্তাল রাজ্য

Published : Sep 25, 2024, 11:41 AM IST

উপহার হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে বর না আসায় ভাইকে বিয়ে করল বোন! ঘটনা জানাজানি হতেই উত্তাল রাজ্য

PREV
18
ভাইকে বিয়ে করল বোন!

চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে। বিবাহিত বোনকে বিয়ে করল ভাই! চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছে এই ঘটনা।

28
ভাইকে বিয়ে করল বোন!

এর আগে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল বোনের। কিন্তু ফের আবার নিজের ভাইকেই বিয়ে করতে গেল বোন। কেন ঘটল এমন ঘটনা?

38
ভাইকে বিয়ে করল বোন!

আসলে বেশ কিছু অসাধু ব্যক্তির চক্করে পড়ে এই ঘটনা ঘটে। উত্তর প্রদেশের সরকারি 'মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ' প্রকল্পের অধীনেই ঘটে এই বিভ্রান্তিকর ঘটনা।

48
ভাইকে বিয়ে করল বোন!

দরিদ্র পরিবারের মেয়েদের জন্যই এই প্রকল্পটি এনেছেন উত্তর প্রদেশ সরকার। এই প্র কল্পের মাধ্যমে বিবাহিত জুটিদের ঘরের জিনিস কেনার জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।

58
ভাইকে বিয়ে করল বোন!

তবে এই টাকা যাতে ভুল পথে পাওয়া যায় তার জন্যই ফাঁদ পাতছেন বেশ কিছু মধ্যস্থতাকারী খারাপ লোক।

68
ভাইকে বিয়ে করল বোন!

ঠিক এই ঘটনাই ঘটে এই মেয়েটির ক্ষেত্রেও। টাকা পাইয়ে দিতেই এক বছর আগে বিয়ে হয়ে যাওয়া মেয়ের সঙ্গে ভাইয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

78
ভাইকে বিয়ে করল বোন!

তবে মেয়েটির বিয়ের জন্য অন্য বর আসার কথা ছিল কিন্তু সে আসতে না পারায় ভাইয়ের সঙ্গেই বিয়ে দিয়ে দেওয়া হয় তাঁর।

88
ভাইকে বিয়ে করল বোন!

এই ঘটনা জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশাসনের মধ্যে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে এই ঘটনার।

click me!

Recommended Stories