সপ্তাহের শুরুতেই দারুণ খবর সরকারি কর্মীদের জন্য! এক লাফে প্রায় ২৮ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা
সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর। বাড়তে চলেছে তাদের বেতন (Salary Hike)। মেঘ না চাইতেই বৃষ্টি, ৫-১০ শতাংশের বদলে ২৭.৫% বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের। এর থেকে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য আর কিছুই হতে পারে না।
Parna Sengupta | Published : Aug 5, 2024 9:11 AM / Updated: Aug 05 2024, 09:13 AM IST
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। পুজোর আগেই এই অগাস্টেই বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন কর্মীরা।
ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির (Salary Hike) ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অগাষ্টের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা।
কিন্তু সবথেকে মজার বিষয় হলো সাধারণত বেতন বৃদ্ধির হার থাকে ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। কিন্তু এই মুহূর্তে বেতন বৃদ্ধি করা হচ্ছে ২৭.৫ শতাংশ। এক লাফে বেতন বৃদ্ধির হার এতটা বাড়িয়ে দেওয়ার জন্য উচ্ছসিত কর্মীরা।
তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। সপ্তম পে কমিশনের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সপ্তম পে কমিশনে উল্লেখিত বেতন বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত বিষয়ের সম্পূর্ণ প্রভাব রয়েছে সরকারের এই সিদ্ধান্তের উপর।
শুধু বেতন নয় বাড়তে চলেছে মহার্ঘ ভাতা এবং হাউজ রেন্ট অ্যালাউন্সও। ঘোষণা অনুযায়ী, বেতন বাড়তে চলেছে ২৭.৫%। পাশাপাশি বেতন ও পেনশনের সাথে যুক্ত মহার্ঘ ভাতার পরিমাণ বাড়তে চলেছে ৩১ শতাংশ। এছাড়াও হাউজ রেন্ট অ্যালাউন্স বাড়ানো হবে।
সরকারের পক্ষ থেকে হাউজ রেন্ট অ্যালাউন্সের পরিমাণ বাড়ানো হবে ৩২ শতাংশ। ফলে প্রত্যেকের সম্পূর্ণ বেতন বা পেনশন সবকিছুই বৃদ্ধি পাবে ৫৮.৫%। আগে যাদের বেসিক পে ছিল ১৭ হাজার টাকা। বর্ধিত অর্থ যুক্ত হয়ে তাদের বেসিক পে দাঁড়াবে ২৭ হাজার টাকা।
বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আছেন যারা পেনশনের উপরেই সংসার অতিবাহিত করেন। তাদের জন্যও সুখবর নিয়ে এসেছে এই ঘোষণা। এখনও পর্যন্ত সর্বনিম্ন পেনশন ছিল ৮৫০০ টাকা। নতুন নিয়ম অনুযায়ী, বর্ধিত অর্থ যুক্ত হবার পর সর্বনিম্ন পেনশনের পরিমাণ হবে ১৩ হাজার ৫০০ টাকা।
এতদিন সর্বাধিক পেনশন ছিল ৭৫ হাজার ৩০০ টাকা। তারা তো এখন থেকে মাসে পেনশান পাবেন লাখ টাকার উপরে। অগাস্টের পর থেকে নতুন নিয়ম অনুযায়ী, সর্বাধিক পেনশনের পরিমাণ হবে ১ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা।
শুধুমাত্র কর্পোরেট সেক্টর নয়, শিক্ষা জগতের সাথে যুক্ত কর্মীরাও এই বর্ধিত বেতনের সুযোগ সুবিধা পাবেন। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পার্মানেন্ট টিচিং স্টাফদের পাশাপাশি নন টিচিং স্টাফ অথবা ওই জাতীয় কর্মীরাও পাবেন এই বেতন বৃদ্ধির সুফল।
শুধুমাত্র কর্পোরেট সেক্টর নয়, শিক্ষা জগতের সাথে যুক্ত কর্মীরাও এই বর্ধিত বেতনের সুযোগ সুবিধা পাবেন। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পার্মানেন্ট টিচিং স্টাফদের পাশাপাশি নন টিচিং স্টাফ অথবা ওই জাতীয় কর্মীরাও পাবেন এই বেতন বৃদ্ধির সুফল।