স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর! রাতারাতি হতে পারেন বড়লোক, দারুণ অফার নিয়ে হাজির এই ব্যাঙ্ক

স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর! রাতারাতি হতে পারেন বড়লোক, দারুণ অফার নিয়ে হাজির এই ব্যাঙ্ক

Anulekha Kar | Published : Jul 23, 2024 4:11 AM IST / Updated: Jul 23 2024, 09:47 AM IST

স্টৈট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দারুণ খবর। গ্রাহকদের জন্য স্পেশাল এফডি স্কিম অফার আনল এসবিআই। এই বিশেষ স্কিমে সাধারণ ফিক্সড ডিপোসিটের থেকেও বেশি সুদ পাবেন গ্রহাকরা। এই নতুন প্রকল্পের নাম অমৃত বৃষ্টি। আরও একটি নতুন এফডি স্কিম চালু করল এই ব্যাঙ্ক।

এর মেয়াদ ৪৪৪ দিন। এই খাতে বিনিয়োগ করলে ২ বছরের কম সময়ই ধনী হওয়া যাবে। এসবিআইএয়র এমন চারটি স্কিম রয়েছে যা রাতারাতি টাকার বন্যা বইয়ে দিতে পারে।

Latest Videos

SBI এর স্পেশাল এফডি স্কিম-

স্টেট ব্যাঙ্ক এফডির তুলানয় এই স্পেশাল এফডিতে সুদ বেশি পাবেন গ্রাহকরা। কম সময়ে অনেক বেশি টাকা পাওয়া যাবে। এর আগে অমৃত কলস ও উই কেয়ার নামের দুটি স্কিম ছিল এবার অমৃত বৃষ্টি বলে একটি নতুন স্কিম নিয়ে হাজর হল এসবিআই।

অমৃত কলস- এই স্কিম ৪০০ দিনের। এই বিশেষ এফডিতে ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে এসবিআই। গ্রাহকেরা, মাসিক, অর্ধ মাসিক ও ত্রৈমাসিক সুদের পেমেন্ট নিতে পারবেন। কম সময়ে ভালো টাকা পাওয়া যাবে এই স্কিমে। এতে বিনিয়োগ করার শেষ তারিখ হল ৩০ সেপ্টেম্বর ২০২৪।

SBI উই কেয়ার এফডি-

এই এফডি প্রবীণ নাগরিকদের জন্য লাভজনক বিনিয়োগ পরিকল্পনা। সাধারণ এফডি স্কিমে ০.৫ শতাংশ বেশি সুদ দেয় এসবিআই। কিন্তু এই স্কিমে ১ শতাংশ বেশি সুদ দিতে চলেছে এই ব্যাঙ্ক। এতে বছরে প্রবীণ নাগরিকরা ৭.৫০ শতাংশ সুদ পাচ্ছেন।

 

এসবিআই অমৃত বৃষ্টি এফ ডি- 

১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে এই স্কিম।  এই স্কিম ৪৪৪ দিনের। এতে প্রবীণেরা ৭. ৭৫ শতাংশ ও সাধারণ গ্রাহকেরা ৭.২৫ শতাংশ সুদ পাবেন।

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর