এবার সরকারের তরফ থেকে ৩০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিওয়ালির আবহে মহিলাদের জন্য দিওয়ালি বোনাস (Diwali Bonus) দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার!
এদেশের মহিলাদের কথা ভেবে সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে।
কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারের তরফ থেকেই বহু উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার যেমন এমনই একটি সরকারি প্রকল্পে দিওয়ালি বোনাস পেতে চলেছেন মহিলারা। সম্প্রতি এই সুখবর মিলেছে।
এই প্রকল্পের (State Government Scheme) উপভোক্তাদের অ্যাকাউন্টে একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে।
যে সকল মহিলা এই স্কিমে নাম নথিভুক্ত করিয়েছেন এবং আগের মাসগুলির জন্য টাকা পেয়েছেন তাঁরা এই দিওয়ালি বোনাস পেতে চলেছেন।
এই প্রকল্পের (Government Scheme) অধীন মহিলাদের প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। তবে দিওয়ালির আবহে উপভোক্তাদের একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে।
জানা যাচ্ছে, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বিশেষ দিওয়ালি বোনাস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে যারা অংশগ্রহণ করবেন তাঁরা মোটা টাকা পাবেন।
চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার জন্য সিলেক্টেড উপভোক্তাদের দিওয়ালির আবহে ৩০০০ টাকা দেবে সরকার।
সম্প্রতি মহারাষ্ট্র সরকারের (Government of Maharashtra) তরফ থেকে মহিলাদের দিওয়ালি বোনাস দেওয়ার কথা ঠিক করা হয়েছে।
আলোর উৎসবের আগে কমবেশি সব জায়গাতেই বোনাস প্রদান করা হয়। সেক্ষেত্রে মহিলারাই বা বাদ যাবেন কেন?
এমতাবস্থায় সংশ্লিষ্ট রাজ্য সরকার মাঝি লড়কি বেহনা স্কিমের অধীন মহিলাদের দিওয়ালি বোনাস দিতে চলেছে।