রাজ্যের মহিলাদের জন্য দারুণ খবর! কালীপুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা, কারা পাবেন?

দীপাবলি মানেই আলোর উৎসব। আলোয় আলোয় সেজে ওঠে গোটা দেশ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন এই দিনটার অপেক্ষায় রয়েছেন সকলে। এবার তার আগেই মহিলাদের জন্য বড় সুখবর।

Parna Sengupta | Published : Oct 18, 2024 5:55 PM
114

দিওয়ালি বোনাস পেতে চলেছেন রাজ্যের মহিলারা। দারুণ খবর পেতে চলেছেন তাঁরা।

214

এবার সরকারের তরফ থেকে ৩০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

314

দিওয়ালির আবহে মহিলাদের জন্য দিওয়ালি বোনাস (Diwali Bonus) দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার!

414

এদেশের মহিলাদের কথা ভেবে সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে।

514

কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারের তরফ থেকেই বহু উদ্যোগ নেওয়া হয়েছে।

614

এবার যেমন এমনই একটি সরকারি প্রকল্পে দিওয়ালি বোনাস পেতে চলেছেন মহিলারা। সম্প্রতি এই সুখবর মিলেছে।

714

এই প্রকল্পের (State Government Scheme) উপভোক্তাদের অ্যাকাউন্টে একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে।

814

যে সকল মহিলা এই স্কিমে নাম নথিভুক্ত করিয়েছেন এবং আগের মাসগুলির জন্য টাকা পেয়েছেন তাঁরা এই দিওয়ালি বোনাস পেতে চলেছেন।

914

এই প্রকল্পের (Government Scheme) অধীন মহিলাদের প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। তবে দিওয়ালির আবহে উপভোক্তাদের একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে।

1014

জানা যাচ্ছে, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বিশেষ দিওয়ালি বোনাস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে যারা অংশগ্রহণ করবেন তাঁরা মোটা টাকা পাবেন।

1114

চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার জন্য সিলেক্টেড উপভোক্তাদের দিওয়ালির আবহে ৩০০০ টাকা দেবে সরকার।

1214

সম্প্রতি মহারাষ্ট্র সরকারের (Government of Maharashtra) তরফ থেকে মহিলাদের দিওয়ালি বোনাস দেওয়ার কথা ঠিক করা হয়েছে।

1314

আলোর উৎসবের আগে কমবেশি সব জায়গাতেই বোনাস প্রদান করা হয়। সেক্ষেত্রে মহিলারাই বা বাদ যাবেন কেন?

1414

এমতাবস্থায় সংশ্লিষ্ট রাজ্য সরকার মাঝি লড়কি বেহনা স্কিমের অধীন মহিলাদের দিওয়ালি বোনাস দিতে চলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos