হাড় কাঁপিয়ে দেবে এবারের নভেম্বর! এমন শীত নাকি আগে কখনও পড়েনি! সাঙ্ঘাতিক পূর্বাভাস আইএমডির

Published : Oct 17, 2024, 01:14 PM IST

সকালের হালকা কুয়াশা, হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই শীত পড়তে খুব বেশিদিন বাকি নেই। পুজো শেষ মানেই শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। এবার শীত কেমন পড়বে সেটাও জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন।

PREV
110

গ্রীষ্মের প্যাচপ্যাচে গরম, বর্ষার ঝমঝমিয়ে বৃষ্টি শেষে এবার ঠাণ্ডার পালা! এদিকে অক্টোবর মাসের মাঝামাঝি আসতে না আসতেই মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, শীত কবে পড়বে (South Bengal Weather)?

210

এবার সেই আপডেট দিল হাওয়া অফিস। আইএমডি (IMD) জানাচ্ছে, এই বছর দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। অক্টোবর অবধি স্বাভাবিকের থেকে ৮% বেশি বৃষ্টি হয়েছে দেশে।

310

পুজোর মধ্যেও দু এক পশলা বর্ষণ হয়েছে বাংলায়। তবে এবার অক্টোবরের মাঝামাঝিতেও অস্বস্তিকর গরম রয়েছে। এখনও রোদে বেরোলে ঘেমে-নেয়ে একাকার হতে হচ্ছে

410

হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই এখন শীতের অপেক্ষা। তবে শীত কেমন পড়বে এবার! আদৌ কি শীত পড়বে! নাকি নভেম্বর, ডিসেম্বরেও জ্যাকেট, সোয়েটারের দরকার পড়বে না!

510

রাজধানী দিল্লি সহ উত্তরের রাজ্যগুলিতে হাড়কাঁপানো ঠাণ্ডা পড়তে পারে বলে জানিয়েছে আইএমডি।

610

চলতি বছর এদেশে লা নিনার প্রভাবে ঝেঁপে বৃষ্টি হয়েছে (South Bengal Weather)। এবার জাঁকিয়ে ঠাণ্ডাও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

710

চলতি বছর উত্তর ভারতে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে (Winter Prediction)। অন্যান্যবারের থেকে এবার বেশি শীত পড়তে পারে বলে আপাতত জানানো হয়েছে।

810

হাওয়া অফিসের কথায়, লা নিনা পরিস্থিতির কারণে হয়তো অক্টোবর মাসের শেষ অথবা নভেম্বর মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে।

910

লা নিনা কী! আসলে এটি এল নিনোর বিপরীত পরিস্থিতি। প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। ফলে সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই অবস্থায় পেরু-চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে।

1010

আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নভেম্বর নাগাদ লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। ফলে দেশের তাপমাত্রা কমতে থাকবে হু হু করে।

click me!

Recommended Stories