Ram Mandir: দীপাবলিতেই তৈরি হয়ে যাবে রাম মন্দিরের গর্ভগৃহ, প্রস্তুতি চলছে জোরকদমে

রাম মন্দিরের নিচের তলা আয়োতন হবে লম্বায় ৩৬০ ফুট আর চওড়ায় ২৩৫ ফুট। নিচের তলায় ১৬০ কলাম রয়েছে। প্রথম তলায় ১৩২টি কলাম থাকবে।

 

জোর কদমেই চলছে অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ। তিন তলা বিশিষ্ট রাম মন্দিরের নিচু তলা নির্মাণের কাজ চলতি বছর দীপাবলির মধ্যেই শেষ হবে। সোমবার রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য নৃপেন্দ্র মিশ্র পরিস্থিতি পর্যালোচনা করেছেন। নিচের তলার নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তেমনই জানিয়েছে সূত্র। আগামী বছর থেকে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে।

রাম মন্দিরের নিচের তলা আয়োতন হবে লম্বায় ৩৬০ ফুট আর চওড়ায় ২৩৫ ফুট। নিচের তলায় ১৬০ কলাম রয়েছে। প্রথম তলায় ১৩২টি কলাম ও দ্বিতীয় তলায় ৭৪টি কলাম থাকবে। পাঁচটি মণ্ডব তৈরি হচ্ছে। মূল মন্দিরে সেগুন কাঠের তৈরি ৪৬টি দরজা খাকবে। গর্ভগৃহের দরজায় সোনার কাজ করা পাত বসানো হবে বলেও সূত্রের খবর।

Latest Videos

মন্দির নির্মাণের কাজ দ্রুত শেষ করতে তৎপর কর্তৃপক্ষ। রাজস্থান থেকে প্রায় চার লক্ষ ঘনফুট পাথর ও মার্বেল আনা হয়েছে। গর্ভগৃহের উপরটি ১৬১ ফুট উঁচু করা হবে। সেখানে ইস্পাত বা ইট ব্যবহার করা হবে না। মন্দির ট্রাস্ট সূত্রের খবর রাম মন্দির কমপ্লেক্সের অন্যান্য কাঠামোর মধ্যে কুবের ঢিবি, শিব মন্দির ও একটি জটায়ুর মূর্তি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করবে। মন্দির কমপ্লেক্সে তীর্থযাত্রী বা দর্শনার্থীদের সুবিধের জন্য জাদুঘর, আর্কাইভ, গবেষণা কেন্দ্র, অডিটোরিয়াম, প্রশাসনিক ভবন ও পুরোহিতদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকবে। মন্দিরটি মকর সংক্রান্তি উপলক্ষ্য সাধারণ ভক্ত বা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হতে পারে বলেও আশা করা হচ্ছে। মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৫ অগাস্ট ২০২০ সালে।

রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা অযোধ্যাকে সাজানোর পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। পর্যটকদের আকর্ষণ করাই মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে, রামজানকি পথ ও ভক্তি পথ উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান দর্শনার্থীদের সুবিধের জন্য বিমানবন্দর ও রেল স্টেশন - সবই সম্প্রসারিত করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি ও হনুমানগাড়ি মন্দিরে ভক্ত চলাচল সহজ করার জন্য কাজ করছে সরকার। রাম মন্দির উদ্বোধন প্রস্তুতিতে ব্যস্ত উত্তর প্রদেশ সরকার। পাশাপাশি রাম মন্দিরের জমকালো উদ্বোধনের প্রস্তিতিও নিচ্ছে রাজ্য সরকার। বিমান বন্দর ও রেলস্টেশনের সম্প্রসারণের পাশাপাশি অবকাঠামো প্রকল্পগুলিএ দ্রুত শেষ করার ওপর জোর দিচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই তৎপর এই বিষয়ে। তিনি নিজেরই রাম মন্দির নির্মাণ কাজ পরির্দশন করতে কয়েক দিন অন্তর মন্দির প্রাঙ্গমনে যান। তিনি বিশেষ গুরুত্ব সহকারে এখন থেকেই রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

আরও পড়ুনঃ

'লোডশেডিং-এর সরকার আর নেই দরকার', বিদ্যুৎ ভবনে স্লোগান তুলে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর

গজরাজ 'মহারাজ'-র অবাধ বিচরণ সেনাঘাঁটিতে , সেনা বাহিনীও সমঝে চলে- দেখুন সেই ভাইরাল ভিডিও

পঞ্চায়েত নির্বাচনের জন্য মোদী-শাহের বাংলা সফর স্থগিত, মাঠে নেমে লড়তে হবে রাজ্যের বিজেপি নেতাদের

 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ