লক্ষ্মীর ভাণ্ডার থাকছে, নতুন বছরে চালু হচ্ছে আরও একটা প্রকল্প, মাসে পাবেন ২০০০! শুরু হল আবেদন

গত কয়েক বছরে মহিলাদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। দুর্দান্ত জনপ্রিয় এই প্রকল্প। এবার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে চালু হল গৃহলক্ষ্মী যোজনা। প্রতি মাসে পাবেন ২০০০ টাকা।

Parna Sengupta | Published : Dec 5, 2024 9:04 AM
112

মহিলাদের জন্য চালু হয়েছে গৃহলক্ষ্মী যোজনা।

212

এর আগে মহিলাদের জন্য প্রকল্প বলতে আমরা লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে জানতাম।

312

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উৎসাহের শেষ নেই রাজ্যর মহিলাদের মধ্যে।

412

তবে আজকে আমরা জানব অপর একটি প্রকল্প সম্পর্কে। যেখানে আবেদন জানানো মহিলারা প্রতিমাসে পাবেন ২০০০ টাকা।

512

তাই আপনারা যারা এই প্রকল্প (Government Scheme) সম্পর্কে জানেন না, তাঁরা অবশ্যই আজকের প্রতিবেদন পড়ে নিন।

612

বিগত কয়েক বছরে মহিলাদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে।

712

রাজ্য সরকার পরিচালিত ঠিক এরকমই একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হল “গৃহলক্ষ্মী যোজনা”।

812

আর এই প্রকল্পের আওতায় আবেদনকারী মহিলাদের দেওয়া হয় ২০০০ টাকা করে।

912

আপনি যদি যোগ্য মহিলা হন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন।

1012

গৃহলক্ষী যোজনা রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

1112

এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা বছরে ২৪ হাজার টাকা পাবেন। নিঃসন্দেহে, এটি সকলের জন্যই খুব উপকারী হবে।

1212

এই প্রকল্পের যারা আবেদনকারী তাঁদেরকে অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীকে APL (Above Poverty Line) বা BPL (Below Poverty Line) পরিবারের সদস্য হতে হবে। ৩) এই প্রকল্পে পরিবারের গৃহিণী বা মহিলারাই আবেদন করতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos