- Home
- Business News
- Other Business
- ১২% GST প্রত্যাহার জুন মাসেই! কেন্দ্রের বড় সিদ্ধান্ত দাম কমতে পারে এই পণ্যগুলির
১২% GST প্রত্যাহার জুন মাসেই! কেন্দ্রের বড় সিদ্ধান্ত দাম কমতে পারে এই পণ্যগুলির
GST Council: জুন বা জুলাই মাসে বড় সিদ্ধান্ত নিতে চলছে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রত্যাহার করা হতে পারে ১২ শতাংশের ট্যাক্স স্ল্যাব।

বড় সিদ্ধান্ত!
জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল খুব তাড়াতাড়ি বড় সিদ্ধান্ত নিতে চলছে। ১২ শতাংশের ট্যাক্স স্ল্যাব প্রত্যাহার করতে পরে।
ট্যাক্স স্ল্যাব
জিএসটি কাউন্সিল যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে ট্যাক্স স্ল্যাব ৪ থেকে কমিয়ে ৩ করা হতে পারে।
জুনেই সিদ্ধান্ত
সূত্রের খবর জুন মাসের শেষে বা জুলাই মাসে সংসদের বাদল অধিবেশনের আগেই জিএসটি কউন্সের বৈঠক হতে পরে। সেখনেই ১২ শতাংশের জিএসটি স্ল্যাব প্রত্যাহার করা হতে পারে।
সিদ্ধান্তের কারণ
সূত্রের খবর ২ লক্ষ কোটি টাকারও বেশি জিএসটি আদায়ের ফলেই কাউন্সিল স্ল্যাব কমানোর দিকে হাঁটতে পারে।
রাজস্বের স্থিতিশীলতা বজায় রেখেই সিদ্ধান্ত
রাজস্বের স্থিতিশীলতাকে বজায় রেখে জিএসটির স্ল্যাব থেকে ১২ শতাংশের পর্বটিকে বাদ দেওয়ার ব্যাপারেই ভাবছেন সকলে।
চারটি জিএসটি স্ল্যাব
বর্তমানে চারটি প্রধান জিএসটি স্ল্যাব রয়েছে- ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ আর ২৮ শতাংশ। এছাড়াও গহনার উপরে আলাদা করে ৩ শতাংশ জিএসটি ধার্য হয়।
সমর্থন
বেশিরভাগ রাজনৈতিক দল, রাজ্য সরকার, বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় মন্ত্রিগ্রুপের প্রতিনিধিরা ১২ শতাংশের জিএসটি স্ল্যাব প্রত্যাহার করার পরিকল্পনাকে সমর্থন করেছেন।
১২ শতাংশের স্ল্যাবের পণ্য
কেন্দ্রীয় সরকারের সূত্রের খবর ১২ শতাংশের স্ল্যাবে যে পণ্যগুলি রয়েছে সেগুলি গামী দিনে হয় ৫ শতাংশ নয়তো ১৮ শতাংশের স্ল্যাবে দেওয়া হবে। যদিও আদিকারিকরা জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি ৫ শতাংশের স্ল্যাবে দেওয়া হবে। যাতে দাম কমবে অনেকটাই।
১২ শতাংশের স্ল্যাবে থাকা পণ্য
খাদ্য থেকে পাণীয়। এমনকি জুতো ও ঘরের জিনিস রয়েছে এই তালিকায়।
প্রসেসড প্যাকেজ ফুড-
মাখন, ঘি, চিজ, পনির, ফলের রস, জ্যাম, জেলি, স্ন্যাক্স জাতীয় জিনিস।
ড্রাই আর প্রিজারভড ফুড
আমন্ড, খেজুর-সহ একাধিক শুকনো ফল এই তালিকায় প়ড়ে।
পানীয়
ফলের রস, প্যাকেটজত নারকেলের জল।
ঘরের জিনিস
ছাতা, বাসন, কাঠ বা বেতের তৈরি আসবাব।
স্টেশনারি
পেনসিল, মোমরং, হ্যান্ডব্যাগ, পাট, সুতির ব্যাগ।
জুতো
১০০০ টাকার থেকে দাম কমের জুতো।
ডায়গনস্টিক কিট
বিভিন্ন রকম মেডিক্যাল ডায়াগনস্টিক কিট।

