'২০২৩ সকলের ভালো কাটুক', নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সকলদেশবাসীর সুস্থতা ও সাফল্য কামনা করে টুইটবার্তা শুভেচ্ছা জানালেন মোদী। এছাড়া পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন মোদী।

নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জানুয়ারি ২০২৩ সকালে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সকলদেশবাসীর সুস্থতা ও সাফল্য কামনা করে টুইটবার্তা শুভেচ্ছা জানালেন মোদী। এছাড়া পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন মোদী। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন,'কেন্দ্রীয় পরিবহনে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে জন্মদিনের শুভেচ্ছা। বিমান পরিবহন ও ইস্পাত ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি আপ্রাণ পরিশ্রম করে চলেছেন। ঈশ্বর তাঁকে দীর্ঘ জীবন দিক।' এছাড়া মণিপুরের মুখ্যমন্ত্রীকেও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

২০২৩ সাল সবার যেন ভালো কাটে সেই কামনা করে দেশবাসীর উদ্দেশ্যে টুইটবার্তা দিলেন মোদী। পয়লা জানুয়ারি সকালে দেশবাসীকে শুভভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখলেন,'‘২০২৩ সকলের ভালো কাটুক। নতুন আশা, নতুন সাফল্য, সুখ ও স্বাচ্ছন্দে পূর্ণ হোক সকলের এই বছর। সকলে সুস্থতা লাভ করুক।’

Latest Videos

 

 

এর আগে ২০২২ সালের শেষ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে কোভিড বিধি মেনে আনন্দ করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রেডিও বার্তায় ফের একবার কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করছিলেন মোদী। মেনে চলতে বললেন মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্বর মতো করোনা বিধিও। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে সে ক্ষেত্রে ভারতে নতুন করে যাতে ভাইরাস সংক্রমণ না ছড়ায় সেবিষয় সতর্ক থাকতে হবে সকলকেই। এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,'এখন দেশবাসী ছুটির আমেজে আছে। আনন্দ করুন কিন্তু সতর্ক হয়ে। নতুন করে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে মাস্ক প্রা, হাত ধোয়ার মতো সাবধানতাগুলো মানতে হবে। তবেই উৎসবের আনন্দে বাধা পড়বে না। সাবধান থাকলেই সুরক্ষিত থাকা যাবে।'

নতুন করে সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে একগুচ্চ নতুন নির্দেশিক দিল কেন্দ্র। অন্য দেশ থেকে ভারতে আসতে হলে যাত্রীদের কোভিডের সবকটি ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই ভাইরাস নিয়ে নতুন করে আশঙ্কার মধ্যে নতুন নির্দেশিকাতে বলেছে, চিনে আচমকাই কোভিডের এই বারবারন্ত ভারতকেও যথেষ্ঠ চিন্তায় ফেলেছে। তাই এবার এখন থেকেই কোভিড বিধিতে জোড় দিচ্ছে সরকার। ভ্রমণের ক্ষেত্রেও এখন থেকে লাগবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। যদি কোনও ব্যক্তি কোভিড পজিটিভ এলে নিয়ম অনুযায়ী তাঁকে আইসোলেশনে রাখা হবে। যাত্রার সময় অবশ্যি মাস্ক পড়তে হবে। মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধিও। '

আরও পড়ুন - 

‘বন্দে ভারত এক্সপ্রেস’ নিয়ে অশান্ত শান্তিনিকেতন, গোটা বোলপুর স্টেশন চত্বরে ব্যাপক ধুন্ধুমার

স্বাস্থ্যসাথীর নিয়মে বড়সড় বদল, বেসরকারি হাসপাতালগুলির কারচুপি রুখতে কড়া পশ্চিমবঙ্গ সরকার

'ভারতীয় রেল পরিষেবাকে বিমান পরিষেবার পর্যায় নিয়ে যেতে চাই', হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে বললেন মোদী

Share this article
click me!

Latest Videos

কল্পতরু উৎসবে Dakshineswar-এ উপচে পড়া শরণার্থীদের ভিড়! জোরালো হয়েছে পুলিশি নিরাপত্তা
বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা Chinsurah | Hooghly News Today
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
সামান্য একটা বচসার জন্য এইরকম পরিণতি কেউ ভাবতেই পারেনি! শোকের ছায়া গোটা এলাকায় | Hooghly News Today
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari