Air India Flight Crash: স্বামীকে জন্মদিনের সারপ্রাইজ দিতে লন্ডন যাচ্ছিলেন ইন্দোরের বধূ হরপ্রীত। কিন্তু বিমান মাটি থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ! বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি…
১২ জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে লন্ডন যাচ্ছিলেন হরপ্রীত কৌর হোরা, স্বামী রবির জন্মদিনে সারপ্রাইজ দিতে। কিন্তু আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফের পরেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এবং মুহুর্তের মধ্যেই হোরা পরিবারের আনন্দ শোকে পরিণত হয়।
27
১৯ জুনের টিকিট ছেড়ে, জন্মদিনের জন্য ১২ জুন রওনা
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, হরপ্রীতের আগামী ১৯ জুন লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু স্বামী রবি হোরার ১৬ জুন জন্মদিন থাকায় সেই দিনটিকে বিশেষ করে তুলতে তিনি তার ভ্রমণের তারিখ এগিয়ে আনেন। আর যা তার জীবনের শেষ বিমানযাত্রা হয়ে গেল!
37
বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান শুরুর কয়েক সেকেন্ড পরই মেঘানীনগর এলাকায় বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে হরপ্রীতও ছিলেন।