Banking Charges: মাথায় হাত গ্রাহকদের! ১ জুলাই থেকে বাড়ছে ক্রেডিট কার্ড ও ব্যাঙ্কিং পরিষেবার চার্জ

Published : Jun 03, 2025, 08:49 AM IST

Banking Charges: এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক সহ বেশ কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে। অনলাইন গেমিং, ডিজিটাল ওয়ালেট এবং ইউটিলিটি পেমেন্টের মতো লেনদেনের জন্য অতিরিক্ত খরচ প্রযোজ্য হবে।

PREV
112

খারাপ খবর ব্যাঙ্কের গ্রাহকদের জন্য। এবার বাড়তে চলেছে ক্রেডিট কার্ডের চার্জ।

212

বর্তমানে বহুজন এই ক্রেডিট কার্ডের ওপর ভরসা করে থাকে। তেমনই অনলাইন পেমেন্ট করে থাকি আমরা প্রায় সকলেই।

412

অনলাইন গেমিং, ডিজিটাল ওয়ালেট এবং ইউটিলিটি পেমেন্ট সম্পর্কিত লেনজেনের জন্য বাড়ছে খরচ।

512

যদি কোনও গ্রাহক ড্রিম ১১, রামি কালচার, জঙ্গলি গেমস বা এমপিএল-র মতো অনলাইন দক্ষতা ভিত্তিক গেমিং প্ল্যাটফর্মগুলোতে মাসে ১০ হাজার টাকার বেশি ব্যয় করেন তাহলে তাঁকে এই বিভাগে মোট মাসিক ব্যয়ের ওপর ১ শতাংশ চার্জ করা হবে।

612

এই ফি প্রতি মাসের মধ্যে ৪,৯৯৯ টাকা সীমাবদ্ধ থাকবে। আর এই গেমিং লেনদেনে কোনও পুরষ্কার পয়েন্ট দেওয়া হবে না। ইউটিলিটি পেমেন্টের জন্য যদি মাসে মোট খরচ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে ১ শতাংশ ফি ধার্য করা হবে।

712

ব্যাঙ্ক থেকে স্পষ্ট জানানো হয়েছে, আর বিমা পেমেন্টকে ইউটিলিটি পেমেন্ট হিসেবে ধরা হবে না। এক্ষেত্রে কোনও ধরনের অতিরিক্ত চার্জ ধার্য করা হবে না।

812

ভাড়া, জ্বালানি এবং শিক্ষা লেনদেনের জন্য সর্বোচ্চ চার্জও সংশোধন করা হয়েছে। এই সকল ক্ষেত্রে চার্জের সর্বোচ্চ সীমা এখন ৪৯৯৯। ভাড়া পেমেন্টের ওপর ১ শতাংশ চার্জের কোনও পরিবর্তন হয়নি।

912

তেমনই কলেজ বা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের কার্ড মেশিনের মাধ্যমে সরাসরি শিক্ষাগত পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ প্রযোজ্য হবে না।

1012

এই সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। চার্জ পরিবর্তন করেছে আইসিআইসিআই ব্যাঙ্কও।

1112

আইসিআইসিআই ব্যাঙ্কে এটিএমে তিনটি বিনামূল্যে এটিএম লেনেদেনের পরে ২৩ টাকা করে চার্জ কাটা হবে। অ-আর্থিক লেনদেনে ৮.৫ টাকা করে টাকা হবে।

1212

তেমনই আইসিআইসিআই ব্যাঙ্ক ডেবিট কার্ডের জন্য বার্ষিক ফি ২০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে।

Read more Photos on
click me!

Recommended Stories