- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: তালিকা তৈরি ও হিসেব-নিকেষ শেষ! কবে ২৫ শতাংশ DA ঢুকছে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
DA Hike: তালিকা তৈরি ও হিসেব-নিকেষ শেষ! কবে ২৫ শতাংশ DA ঢুকছে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। এদিনের মধ্যেই এই টাকা হাতে পেতে পারেন সরকারি কর্মীরা। বহু অবসরপ্রাপ্ত কর্মীরাও এই তালিকায় রয়েছেন।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫ শতাংশ দিতেই হবে রাজ্য সরকারকে।
খুব তাড়াতাড়ি সেই DA মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। কিন্তু এখনও কোনও টাকা ঢোকেনি রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
অন্যদিকে কারা কারা পাবেন এই টাকা এই বিষয়ে প্রতিটি ডিপার্টমেন্টে একটি তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। বহু অবসরপ্রাপ্ত কর্মীরাও রয়েছেন সেই তালিকায়। কিন্তু কবে ঢুকবে এই টাকা।
নবান্ন-র তরফে এখনও কোনও ঘোষণা করা না হলেও জুলাই মাসের বেতনের সঙ্গে ঢুকতে পারে এই বকেয়া DA-র টাকা। বা জুনের মাঝেও টাকা হাতে পেতে পারেন সরকারি কর্মীরা।
কত টাকা প্রত্যেকে পাবেন সেই অঙ্ক কষতেই হয়তো সময় নিচ্ছে মমতা সরকার। তবে সুপ্রিম কোর্টের নির্দেষ মানতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে হবে টাকা।
প্রথমে ৫০ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরে ২৫ শতাংশের জন্য রাজি হয়ে সুপ্রিম কোর্ট।
এবার এই টাকা জুলাই মাসের মধ্যেই ঢুকে যাবে যোগ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ ছাড়া পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মামালার পরের শুনানিতে।

