সোশ্যাল মিডিয়াতে হেনস্থা, হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মহিলা কোচের

মহিলা কোচ জানিয়েছেন, 'একটা সময় আসবে, যখন আপনি মুখ খুলতে বাধ্য হবেন।' মহিলার কথায় ক্রীড়ামন্ত্রী তাঁকে সকলের সামনে মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন।

 

শ্লীলতাহানির অভিযোগে সদ্যই পদ খোয়াতে হয়েছে হরিয়ানার ক্রীড়া মন্ত্রী সন্দীপ সিংকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ জুনিয়র অ্যাথলেটিক্সের মহিলা কোচের শ্লীলতাহানি করেছেন । রবিবার নির্যাতিতা মহিলা হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি নিজের অবস্থার কথাও জানিয়েছেন। মহিলা কোচ জানিয়েছেন সন্দীপের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ নেওয়া হয় তাহলে আরও যে মহিলারা তাঁর হাতে শারীরিক ও মানসিক নির্যাতিত হয়েছে তারা এগিয়ে আসবে। সন্দীপের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাবে।

নির্যাতিতা মহিলা কোচে এদিন সংবাদ সংস্থা এনএনআই-এর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, 'আসলে একটা মানুষ কতদিন চুপ থাকতে পারে? সে আমাকে শারীরিক ও মানিসকভাবে নির্যাতন করেছে একাধিকবার। প্রথম দিকে আমি এড়িয়ে যেতাম। কিন্তু সন্দীপের কোপে পড়তে হয়। সন্দীপ আমাকে বারবার হেনস্থা করছে।' মহিলা আরও জানিয়েছেন সন্দীপের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশাবাদী। মহিলা কোচ জানিয়েছেন, গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই ক্রীড়ামন্ত্রী তাঁকে বারবার হেনস্থা করেছে। বারবার নিরুৎসাহিত করেও পার পাননি বলেও জানিয়েছেন মহিলা।

Latest Videos

মহিলা কোচ জানিয়েছেন, 'একটা সময় আসবে, যখন আপনি মুখ খুলতে বাধ্য হবেন।' মহিলার কথায় ক্রীড়ামন্ত্রী তাঁকে সকালের মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। অপ্রয়োজনে তাঁকে ছুঁয়েছেন বলেও অভিযোগ মহিলার। ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মহিলা আশা করছেন এবার তিনি ন্যায় বিচার পাবেন।

মহিলা কোচ আরও জানিয়েছেন, তাঁকে যেমন সামনাসামনি হেনস্থা করা হয়েছিল তেমনই সোশ্যাল মিডিয়াতেও হেনস্থা করা হয়েছিল। একটা সময় বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। মহিলার অভিযোগ তাঁকে একাধিকবার হুমকি দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। মহিলা আরও জানিয়েছেন প্রথমে সন্দীপ সিং-এর সঙ্গে তাঁর একটি জিমে দেখা হয়। তারপর সন্দীপ সিংই ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাকে দেখা করার জন্য একাধিকবার জোর দেওয়া হয়েছিল। 'তিনি আমাকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার জাতীয় গেমসের সার্টিফিকেট মুলতুবি রয়েছে এবং এই বিষয়ে দেখা করতে চান', এমনটাই জানিয়েছেন মহিলা। তবে ফেডারেশনের জন্য তিনি তাঁর শাংসাপত্র হাতে পেয়েছিলেন বলেও জানিয়েছেন।

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, মহিলার সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি সন্দীপ সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, গোটা বিষয়টি সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করবেন বলেও জানিয়েছেন। যদিও সন্দীপ জানিয়েছেন তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি অভিযোগ ওঠার পরেই তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন:

বছরের প্রথম দিনে ভারত-পাকিস্তানের তথ্য আদানপ্রদান, জানুন তথ্যগুলি কী কী

দিল্লির প্রবল ঠান্ডাতেও সোয়েটার ছাড়া রাহুল গান্ধী, জানুন টি-শার্ট পরে থাকার গোপন রহস্য কী

বরুণ গান্ধীকে কি ভারত জোড়ো যাত্রায় স্বাগত জানান হবে? প্রশ্নের উত্তর দিলেন রাহুল গান্ধী

ha

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন