সংক্ষিপ্ত
রাহুল গান্ধীর দুধ সাদা টি-শার্ট আবারও আলোচনায়। দিল্লির প্রবল ঠান্ডাতেও একটা টি-শার্ট পরেই রয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল জানান কেন তিনি সোয়েটার পরছেন না।
ভারত জোড়ো যাত্রা নিয়ে দিল্লিতে পৌঁছেছেন রাহুল গান্ধী। কিন্তু দিল্লির প্রবল ঠান্ডাতেও তিনি 'হট'। কারণ এখনও পর্যন্ত একদিনও রাহুল গান্ধীকে সোয়েটার পরতে দেখা যায়নি। অন্যান্যবার শীতকালে তাঁকে হাফহাতা কালো জ্যাকেট পরতে দেখা যায়। এবার এখনও পর্যন্ত তিনি দুধ সাদা একটি টি-শার্ট পরেই কাটিয়ে দিচ্ছেন। তাই বছরের শেষে রাহুল যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলন, তখন ঘুরে ফিরে এসে পড়ে তার টি-শার্ট প্রসঙ্গ। যদিও হাসি মুখেই জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভারত জোড়ো যাত্রার শুরুতেই বিতর্কে এসেছিল রাহুল গান্ধীর টি-শার্ট। বিজেপির আইটি সেলের দাবি ছিল কংগ্রেস নেতা ৪১ হাজার টাকার টি-শার্ট পরে মিছিলে সামিল হয়েছেন। বিজেপির প্রথম সারির নেতাদের নিশানায় ছিলেন রাহুল। এমনকি সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন 'তিনি বারবেরি টি-শার্ট পরেছেন। আর তার জন্য কংগ্রেস নেতাকে ৪১ হাজার টাকারও বেশি দাম দিতে হয়েছে। ' যদিও রাহুল গান্ধীর ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল কংগ্রেস। তাদের পাল্টা দাবি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী১০ লক্ষ টাকার স্যুট পরেন। কিন্তু বিষয়টি নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী।
যাইহোক সেযাত্রায় পার পেয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু দিল্লিতে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল তিনি। তার আগে থেকেই চর্চায় ছিল তাঁর সাদা রঙের টি-শার্ট। সাংবাদিকরা তাঁকে দিল্লির ৭-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সোয়েটার না পরার গোপন কথা জানতে রীতিমত চাপ দিতে থাকে। তবে খোস মেজাজে ছিলেন রাহুল গান্ধী। তাদের প্রশ্নের উত্তর দেন নিজের মত করে।
রাহুল গান্ধী প্রথমেই জানিয়ে দেন তাঁর ঠান্ডা লাগছে না। আর সেই কারণেই তিনি এখনও টি-শার্ট করেই রয়েছেন। তাঁর ঠান্ডা লাগলে অবশ্যই তিনি সোয়েটার পরবেন। এটা তাঁর কাছে কোনও ব্য়াপার নয়। যাইহোক, রাহুল গান্ধী মজার ছলে সাংবাদিকদের জানিয়ে দেন ভারত জোড়ো যাত্রা শেষ হলেই তিনি একটি ভিডিও বানাবেন,সেখানেই জানিয়ে দেবেন তিনি কেন সোয়েটার পরছেন না। সেখান থেকেই সাংবাদিকরা ও দেশের মানুষ জানতে পারবেন তিনি কি করে এই ঠান্ডাতেও সোয়েটার না পরে রয়েছেন। যাইহোক রাহুল গান্ধী শেষপর্যন্ত জানিয়ে দেন এখনও তাঁর ঠান্ডা লাগেনি।
আরও পড়ুনঃ
বছরের প্রথম দিনে ভারত-পাকিস্তানের তথ্য আদানপ্রদান, জানুন তথ্যগুলি কী কী
টুইটারে ভুল মানচিত্র দেওয়ায় রাজীব চন্দ্রেশেখরের কোপে হোয়াটঅ্যাপ, কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রীর
২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মরণীয় মুহূর্ত, দেখুন না-দেখা ছবিগুলি